শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫

| ১১ আশ্বিন ১৪৩২

বুকার প্রাইজ ২০২৫: সংক্ষিপ্ত তালিকা প্রকাশ

সাহিত্য ডেস্ক

প্রকাশ: ১৪:৪৩, ২৪ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১৬:২৬, ২৪ সেপ্টেম্বর ২০২৫

বুকার প্রাইজ ২০২৫: সংক্ষিপ্ত তালিকা প্রকাশ

লন্ডনের রয়্যাল ফেস্টিভ্যাল হলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো বহুল প্রতীক্ষিত বুকার প্রাইজ ২০২৫–এর সংক্ষিপ্ত তালিকা।
বিচারকমণ্ডলীর সভাপতি ও ১৯৯৩ সালের বুকার বিজয়ী লেখক রডি ডোয়েল বলেন, “উপন্যাসগুলো অত্যন্ত সুন্দরভাবে লেখা এবং মানবিক। অনেক সময় মনে হতে পারে এগুলো ক্লিশে, কিন্তু পড়তে গিয়ে মনে হয়েছে অহংকারহীন নিখাদ গল্প।”
এবারের বিচারকমণ্ডলীতে ছিলেন ঔপন্যাসিক আয়োবামি আদেবায়ো, অভিনেত্রী-প্রযোজক ও প্রকাশক সারা জেসিকা পার্কার, লেখক ও সমালোচক ক্রিস পাওয়ার, এবং লেখক কাইলি রেইড।
ক্রিস পাওয়ারের মতে, “এই তালিকার সব বইয়ে এক ধরনের সাধারণ বৈশিষ্ট্য রয়েছে—সবকটিতেই পিতা-মাতা ও সন্তানের সম্পর্ককে শত্রু-ভাবাপন্ন রূপে উপস্থাপন করা হয়েছে।”

সংক্ষিপ্ত তালিকার ছয় বই
১৫৩টি বইয়ের মধ্য থেকে প্রথমে দীর্ঘ তালিকায় ১৩টি এবং শেষে মাত্র ৬টি বইকে স্থান দেওয়া হয়েছে। প্রতিটি সংক্ষিপ্ত তালিকাভুক্ত লেখক পাবেন ২,৫০০ মার্কিন ডলার এবং বিশেষ সংস্করণ প্রকাশের সুযোগ।
সংক্ষিপ্ত তালিকা (Shortlist):
১. সুসান চই — Flashlight
২. কিরণ দেশাই — The Loneliness of Sonia and Sunny
৩. কেটি কিতামুরা — Audition
৪. বেনজামিন মার্কোভিটস — The Rest of Our Lives
৫. অ্যান্ড্রু মিলার — The Land in Winter
৬. ডেভিড সালাই — Flesh
এই তালিকায় আছেন অভিজ্ঞ ও নবীন দুই ধরনের লেখকই। চারটি দেশ ও তিন মহাদেশের প্রতিনিধিত্ব রয়েছে। বিজয়ী কিরণ দেশাই ছাড়াও আছেন প্রখ্যাত অ্যান্ড্রু মিলার ও ডেভিড সালাই। তবে তিনজন নতুন লেখক এবারই প্রথমবারের মতো সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন।
কোনো কোনো বইয়ের দৈর্ঘ্য ২০০ পৃষ্ঠার কম, আবার কোনোটি ৭০০ পৃষ্ঠারও বেশি দীর্ঘ উপন্যাস। এমনকি একজন লেখক তার তৃতীয় বই লেখার জন্য ব্যয় করেছেন ২০ বছরেরও বেশি সময়।
আগামী ১০ নভেম্বর, ২০২৫ লন্ডনে ঘোষণা করা হবে এবারের বুকার প্রাইজ বিজয়ীর নাম। বিজয়ী লেখক পাবেন ৫০,০০০ মার্কিন ডলার।

আরও পড়ুন