ইউক্রেনের আকাশ প্রতিরক্ষায় যুক্ত হচ্ছে ফ্রান্সের একশত রাফাল
ফ্রান্সের উন্নতমানের একশ রাফাল যুদ্ধবিমান যুক্ত হতে যাচ্ছে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষায়। রুশ আগ্রাসনের মুখে দীর্ঘমেয়াদি সামরিক শক্তি গড়তে প্যারিসে প্রেসিডেন্ট ম্যাক্রোঁর সঙ্গে বৈঠকে চুক্তিতে সই করেন জেলেনস্কি। ফরাসি মজুত থেকে কিছু রাফাল দ্রুত পাঠানোর সম্ভাবনা থাকলেও পুরো সরবরাহে সময় লাগবে পাইলট প্রশিক্ষণের কারণে। এফ–১৬, গ্রিপেনসহ মোট ২৫০ যুদ্ধবিমানের কৌশলগত পরিকল্পনার অংশ হিসেবে এটি ইউক্রেনের অন্যতম বড় উদ্যোগ।