মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫

| ৩ অগ্রাহায়ণ ১৪৩২

ইউক্রেনে রাতব্যাপী রাশিয়ার ১৩৫ ড্রোন হামলা, আহত ৮

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৩:৪৫, ৬ নভেম্বর ২০২৫ | আপডেট: ০২:২৫, ৭ নভেম্বর ২০২৫

ইউক্রেনে রাতব্যাপী রাশিয়ার ১৩৫ ড্রোন হামলা, আহত ৮

ছবি: আনাদোলু এজেন্সি

ইউক্রেনে এক রাতে ১৩৫টি ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে ৮ জন আহত এবং একাধিক আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘রাশিয়া আমাদের শহরগুলোতে ১৩৫টি ড্রোন হামলা চালিয়েছে। ইউক্রেনের জন্য এটা ছিল আরেকটি অশান্ত রাত।’

তুরস্কের বার্তা সংস্থা আনাদোলুর বরাতে জানা যায়, বুধবার রাতে রাশিয়া একযোগে ১৩৫টি ড্রোন দিয়ে ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে হামলা চালায়। হামলার মূল লক্ষ্য ছিল জ্বালানি অবকাঠামো। ডনিপ্রো অঞ্চলের কামিয়ানস্কে শহরের আবাসিক ভবন ও রেলওয়ে স্থাপনায় আঘাত হানলে অন্তত আটজন আহত হয়।

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ১০৮টি ড্রোন ধ্বংস করেছে। রাশিয়ার কুরস্ক, ওরেল ও প্রিমোরস্কো-আখতারস্ক থেকে এসব ড্রোন উৎক্ষেপণ করা হয়। বাকি ২৭টি ড্রোন দেশের উত্তর, দক্ষিণ ও পূর্বাঞ্চলের ১৩টি স্থানে আঘাত হানে।

অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভলগোগ্রাদ, ক্রিমিয়া, ভোরোনেজ ও রোস্তভসহ বিভিন্ন অঞ্চলে ইউক্রেনের ৭৫টি ড্রোন ধ্বংস করেছে।

ভলগোগ্রাদ অঞ্চলের গভর্নর আন্দ্রেই বোচারভ জানিয়েছেন, ইউক্রেনীয় ড্রোনের আঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন।

তিনি বলেন, ‘ড্রোন হামলায় একটি আবাসিক ভবনের বারান্দা ও জানালা ক্ষতিগ্রস্ত হয়, ধ্বংসাবশেষের আঘাতে এক নাগরিক মারা যান। এছাড়া শিল্প এলাকায়ও আগুন লাগে।’

দুই পক্ষের এই ড্রোন হামলায় ইউক্রেন-রাশিয়া যুদ্ধ নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

লিবিয়া থেকে ফিরছেন আরও ১৭০ বাংলাদেশি
শেখ হাসিনার রায়ে জাতিসংঘের প্রতিক্রিয়া; সব পরিস্থিতিতেই মৃত্যুদণ্ডের বিরোধিতা করি
মুশফিক দেশের আইকন,সাক্ষাৎকারে খালেদ মাসুদ
ভারতীয় বাহিনীর হাতে ৫৫ বাংলাদেশি জেলে আটক
নন-এমপিও শিক্ষকদের সুখবর দিলেন শিক্ষা উপদেষ্টা
মিরপুরে যুবদল নেতাকে গুলি করে হত্যা
চট্টগ্রামে রুশ যুদ্ধজাহাজ ‘গ্রিমিয়াশ্চি’র শুভেচ্ছা সফর
নাইজেরিয়াকে হারিয়ে ৫২ বছরের স্বপ্ন জিইয়ে রাখল কঙ্গো
কুতুবদিয়ায় যৌথ অভিযানে দেশীয় বন্দুক ও কার্তুজ উদ্ধার
৭৭ ক্রিকেটারের জন্য আইপিএল নিলামে ২৩৮ কোটি রুপি
পাকিস্তান যদি সুযোগ দেয়, আমরা দেখিয়ে দেব: উপেন্দ্র দ্বিবেদী
শেখ হাসিনার মৃত্যুদণ্ডে ‘গণআকাঙ্ক্ষা পূরণ’: গোলাম পরওয়ার
আ. লীগের সাধারণ কর্মীদের সব দলে জায়গা দেওয়ার আহ্বান নুরের
তুরাগে সাবেক এমপির ভাইয়ের গাড়িতে আগুন
উগান্ডাকে উড়িয়ে দুর্দান্ত জয়ে বাংলাদেশের অভিষেক
মুহাম্মদ ইউনুসের বিবৃতি, আইনের ঊর্ধ্বে কেউ নয়
রায় প্রত্যাখ্যান আ.লীগের, ফের শাটডাউন কর্মসূচি
ডেনমার্কের সঙ্গে বড় চুক্তি; চট্টগ্রামের লালদিয়া চরে অত্যাধুনিক টার্মিনাল
বহু প্রতীক্ষিত সম্মানসূচক অস্কার পেলেন টম ক্রজ
চট্টগ্রামে এনসিপির শোকরানা সিজদা, আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ