ইউক্রেনে রাতব্যাপী রাশিয়ার ১৩৫ ড্রোন হামলা, আহত ৮
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৩:৪৫, ৬ নভেম্বর ২০২৫ | আপডেট: ০২:২৫, ৭ নভেম্বর ২০২৫
ছবি: আনাদোলু এজেন্সি
ইউক্রেনে এক রাতে ১৩৫টি ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে ৮ জন আহত এবং একাধিক আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘রাশিয়া আমাদের শহরগুলোতে ১৩৫টি ড্রোন হামলা চালিয়েছে। ইউক্রেনের জন্য এটা ছিল আরেকটি অশান্ত রাত।’
তুরস্কের বার্তা সংস্থা আনাদোলুর বরাতে জানা যায়, বুধবার রাতে রাশিয়া একযোগে ১৩৫টি ড্রোন দিয়ে ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে হামলা চালায়। হামলার মূল লক্ষ্য ছিল জ্বালানি অবকাঠামো। ডনিপ্রো অঞ্চলের কামিয়ানস্কে শহরের আবাসিক ভবন ও রেলওয়ে স্থাপনায় আঘাত হানলে অন্তত আটজন আহত হয়।
ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ১০৮টি ড্রোন ধ্বংস করেছে। রাশিয়ার কুরস্ক, ওরেল ও প্রিমোরস্কো-আখতারস্ক থেকে এসব ড্রোন উৎক্ষেপণ করা হয়। বাকি ২৭টি ড্রোন দেশের উত্তর, দক্ষিণ ও পূর্বাঞ্চলের ১৩টি স্থানে আঘাত হানে।
অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভলগোগ্রাদ, ক্রিমিয়া, ভোরোনেজ ও রোস্তভসহ বিভিন্ন অঞ্চলে ইউক্রেনের ৭৫টি ড্রোন ধ্বংস করেছে।
ভলগোগ্রাদ অঞ্চলের গভর্নর আন্দ্রেই বোচারভ জানিয়েছেন, ইউক্রেনীয় ড্রোনের আঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন।
তিনি বলেন, ‘ড্রোন হামলায় একটি আবাসিক ভবনের বারান্দা ও জানালা ক্ষতিগ্রস্ত হয়, ধ্বংসাবশেষের আঘাতে এক নাগরিক মারা যান। এছাড়া শিল্প এলাকায়ও আগুন লাগে।’
দুই পক্ষের এই ড্রোন হামলায় ইউক্রেন-রাশিয়া যুদ্ধ নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে।
