গুলশান লেকে ছাত্রদল কর্মীকে কুপিয়ে হত্যা
ঢাকার গুলশান লেকের পাশে জাতীয়তাবাদী ছাত্রদল কর্মী সৌরভকে কুপিয়ে হত্যা করা হয়েছে। পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, ৩–৪ জন দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। রাজনৈতিক সহকর্মীরা একে পরিকল্পিত হত্যাকাণ্ড বলছেন। সৌরভের বাড়ি পটুয়াখালীর বাউফলে। ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে এবং হত্যাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে।