মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫

| ৪ অগ্রাহায়ণ ১৪৩২

কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র–ড্রোন হামলা: নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৫:০২, ১৪ নভেম্বর ২০২৫

কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র–ড্রোন হামলা: নিহত ১

কিয়েভে হামলার পির , ছবি : ফ্রান্স ২৪

ইউক্রেনের রাজধানী কিয়েভ শুক্রবার ভোরে রাশিয়ার একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ‘ব্যাপক’ হামলায় কেঁপে উঠেছে। শহরের প্রায় প্রতিটি জেলায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় প্রশাসনের সর্বশেষ তথ্যে জানা যায়, অন্তত একজন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন।
২০২২ সালে রাশিয়ার আগ্রাসন শুরুর পর সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেনে হামলার মাত্রা নতুন করে বেড়েছে। বিশেষ করে জ্বালানি অবকাঠামো, রেল যোগাযোগ ও ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকাকে লক্ষ্য করে হামলা তীব্র করেছে মস্কো।
কিয়েভের আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান মাইকোলা কালাশনিক জানান, শুক্রবার সকালে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে লক্ষ্য করে ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। হামলার সঙ্গে সঙ্গেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়, তবে কয়েকটি ড্রোন ও ক্ষেপণাস্ত্র শহরের বিভিন্ন ভবনে আঘাত হানে।
কিয়েভের মেয়র ভিটালি ক্লিটস্কো সামাজিক মাধ্যমে লিখেছেন, শহরের ১০টি জেলার মধ্যে ৮টি জেলায় ভবন ধ্বংস বা অগ্নিকাণ্ডের খবর এসেছে। জরুরি বিভাগের মেডিকেল টিমগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানো ও আহতদের উদ্ধারকাজ চালাচ্ছে।
তিনি জানান, একজন গর্ভবতী নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, আরেকজন পুরুষের অবস্থা গুরুতর। এ ছাড়া ৪০ জনের বেশি মানুষকে আগুন ও ধ্বংসস্তূপের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে।
মেয়র ক্লিটস্কো আরও বলেন, হামলায় তাপ উৎপাদনকারী বেশকিছু গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যবস্থার কয়েকটি লাইন ধ্বংস হয়ে যাওয়ায় কিছু এলাকায় সরবরাহ ব্যাহত হচ্ছে।
কিয়েভ সামরিক প্রশাসনের প্রধান তাইমুর টাচেঙ্কো দাবি করেন, “রাশিয়ান বাহিনী সরাসরি আবাসিক ভবনকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। রাজধানীর বহু বহুতল ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় প্রতিটি জেলাতেই বিস্ফোরণের শব্দ শোনা গেছে।”
ইউক্রেনের জরুরি বিভাগ জানিয়েছে, আগুন ও ধ্বংসস্তূপের কারণে উদ্ধারকাজ এখনও চলছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন। সূত্র : সিএনএন

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের যত সম্পদ
কারাবন্দি আইভীকে আরও ৫ মামলায় গ্রেফতার
১৭০৫০টি শটগান পাচ্ছেন আনসাররা
শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করতে যাচ্ছে ডেনমার্ক
পাকিস্তানে ঢুকে সন্ত্রাসবাদ খতম করবে ‘ধুরন্ধর’ রণবীর
রমজানে নিত্যপণ্যের দাম কম রাখতে উদ্যোগ: সালেহউদ্দিন
মাত্র ৩৪ বছরে ‘ভয়েস অফ উড়িশা ২’ বিজয়ী হুমানির মৃত্যু
বাংলালিংকের নতুন চিফ মার্কেটিং অফিসার কাজী মাহবুব হাসান
রোহিঙ্গাদের স্থায়ী অবকাঠামো তৈরি করে দেবে সরকার
অপরাধ বাড়ছে না, নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
কত সম্পদ শেখ হাসিনার
আদনান আল রাজীবের নতুন বিজ্ঞাপনে শাকিব খান
চূড়ান্ত ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার
ধানমন্ডি ৩২ থেকে এক্সকাভেটর সরিয়ে নেওয়া হলো
ট্রাইব্যুনালে টানা কড়া নিরাপত্তা, মোতায়েন সেনা–বিজিবি
রাখাইনে আরাকান আর্মির হামলায় ৩০ জান্তা সেনা নিহত
টেকসই ফ্যাশন আর ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার মেলবন্ধন
উখিয়ায় বৈদ্যুতিক শকে বন্য হাতির মৃত্যু
শেখ হাসিনার মৃত্যুদণ্ড, আন্তর্জাতিক ন্যায়বিচারের মানদণ্ড পূরণে ব্যর্থ: এইচআরডব্লিউ
রূপগঞ্জে একই পরিবারের ৪ জনকে কুপিয়ে আহত