কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র–ড্রোন হামলা: নিহত ১
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৫:০২, ১৪ নভেম্বর ২০২৫
কিয়েভে হামলার পির , ছবি : ফ্রান্স ২৪
ইউক্রেনের রাজধানী কিয়েভ শুক্রবার ভোরে রাশিয়ার একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ‘ব্যাপক’ হামলায় কেঁপে উঠেছে। শহরের প্রায় প্রতিটি জেলায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় প্রশাসনের সর্বশেষ তথ্যে জানা যায়, অন্তত একজন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন।
২০২২ সালে রাশিয়ার আগ্রাসন শুরুর পর সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেনে হামলার মাত্রা নতুন করে বেড়েছে। বিশেষ করে জ্বালানি অবকাঠামো, রেল যোগাযোগ ও ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকাকে লক্ষ্য করে হামলা তীব্র করেছে মস্কো।
কিয়েভের আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান মাইকোলা কালাশনিক জানান, শুক্রবার সকালে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে লক্ষ্য করে ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। হামলার সঙ্গে সঙ্গেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়, তবে কয়েকটি ড্রোন ও ক্ষেপণাস্ত্র শহরের বিভিন্ন ভবনে আঘাত হানে।
কিয়েভের মেয়র ভিটালি ক্লিটস্কো সামাজিক মাধ্যমে লিখেছেন, শহরের ১০টি জেলার মধ্যে ৮টি জেলায় ভবন ধ্বংস বা অগ্নিকাণ্ডের খবর এসেছে। জরুরি বিভাগের মেডিকেল টিমগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানো ও আহতদের উদ্ধারকাজ চালাচ্ছে।
তিনি জানান, একজন গর্ভবতী নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, আরেকজন পুরুষের অবস্থা গুরুতর। এ ছাড়া ৪০ জনের বেশি মানুষকে আগুন ও ধ্বংসস্তূপের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে।
মেয়র ক্লিটস্কো আরও বলেন, হামলায় তাপ উৎপাদনকারী বেশকিছু গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যবস্থার কয়েকটি লাইন ধ্বংস হয়ে যাওয়ায় কিছু এলাকায় সরবরাহ ব্যাহত হচ্ছে।
কিয়েভ সামরিক প্রশাসনের প্রধান তাইমুর টাচেঙ্কো দাবি করেন, “রাশিয়ান বাহিনী সরাসরি আবাসিক ভবনকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। রাজধানীর বহু বহুতল ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় প্রতিটি জেলাতেই বিস্ফোরণের শব্দ শোনা গেছে।”
ইউক্রেনের জরুরি বিভাগ জানিয়েছে, আগুন ও ধ্বংসস্তূপের কারণে উদ্ধারকাজ এখনও চলছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন। সূত্র : সিএনএন
