সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫

| ২৩ অগ্রাহায়ণ ১৪৩২

সালমান এফ রহমানসহ ৬ জনের বিরুদ্ধে প্রতারণার মামলা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬:০৮, ৭ ডিসেম্বর ২০২৫

সালমান এফ রহমানসহ ৬ জনের বিরুদ্ধে প্রতারণার মামলা

সালমান এফ রহমানসহ ৬ জনের বিরুদ্ধে প্রতারণার মামলা। ছবি: সংগৃহীত

বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান, চেয়ারম্যান এ এস এফ রহমান (সোহেল এফ রহমান)সহ ছয়জনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে ঢাকার আদালতে মামলা দায়ের করেছেন বেক্সিমকো এভিয়েশনের তিন পাইলট। তারা মামলায় তাদের মোট বকেয়া পাওনা ১ কোটি ২০ লাখ ৫৫ হাজার টাকা প্রতারণার অভিযোগ এনেছেন। 

রবিবার (৭ ডিসেম্বর) ঢাকার মহানগর হাকিম নাজমিন আক্তারের আদালতে মামলাটি করেন ক্যাপ্টেন মো. মাহবুব আলম, ক্যাপ্টেন মোহাম্মদ রাশেদুল আমীন ও ক্যাপ্টেন জাহিদুর রহমান।

মামলার অপর আসামিরা হলেন- বেক্সিমকো এভিয়েশনের আব্দুল্লাহ খান মজলিশ, তার ভাই ইমরান খান মজলিশ, গুলজার হোসাইন ও সৈয়দ সামিউল ওয়াদুদ ওরফে সামি ওয়াদুদ।

বাদীপক্ষের আইনজীবী তরিকুল ইসলাম জানান, ২০২১ সালে বিভিন্ন সময়ে পাইলটদের নিয়োগ দেওয়া হয়। তারা নিয়মিত হেলিকপ্টারে সালমান এফ রহমানের অফিস–ভ্রমণসহ নানা দায়িত্ব পালন করেন।

তিনি বলেন, “বেতন–ভাতা ঠিকমতো দিলেও চলতি বছরের ফেব্রুয়ারিতে তাদের টার্মিনেট করা হয়। কোটি টাকারও বেশি পাওনা বাকি রেখে ছাঁটাই করা হয়।”

পরে তদন্তে জানা যায়, যে এভিয়েশন কোম্পানিতে তাদের নিয়োগ দেওয়া হয়েছিল, সেটি “ফেক কোম্পানি” হিসেবে পরিচালিত হচ্ছিল বলে অভিযোগ তুলেছেন পাইলটরা।

এই আইনজীবী বলেন, “ফেক কোম্পানি গড়ে আমাদের কাছ থেকে সার্ভিস নেওয়া হয়েছে। শত শত কোটি টাকা লোপাট হয়েছে বলে আমাদের সন্দেহ। আমাদের পাওনা পরিশোধ না করে প্রতারণা করা হয়েছে।”

আদালত মামলার অভিযোগের বিষয়ে তদন্ত করে সিআইডিকে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

গত ১৩ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সালমান এফ রহমানকে গ্রেপ্তার করা হয়। তিনি বর্তমানে কারাগারে আছেন। তবে সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী তার ছেলে, ভাই ও ভাইয়ের ছেলে বিদেশে পলাতক রয়েছেন।

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

৫ বছরে বৈদেশিক ঋণ বেড়েছে ৪২%
৮-১৫ ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচনের তফসিল
জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনে ইসি প্রস্তুত, প্রধান উপদেষ্টাকে সিই
নির্বাচনী ইশতেহারে অর্থ, পেশীশক্তি ও ধর্মের অপব্যবহার বিষয়ে অঙ্গীকার চায় টিআইবি
সরকার দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে ‘ব্যর্থ’: টিআইবি
বাড়ল ভোজ্যতেলের দাম
কৃষি কর্মকর্তাদেরও লটারির মাধ্যমে পদায়ন: কৃষি উপদেষ্টা
আরও ১০০ কোল্ড স্টোরেজ: কৃষি উপদেষ্টা
ভোটের দায়িত্ব পাচ্ছেন না বেসরকারি ব্যাংক কর্মকর্তারা
১৯৭১ সালেই মানুষ তাদের কর্মকাণ্ড দেখেছে : তারেক রহমান
প্রধান উপদেষ্টার সঙ্গে সিইসিসহ চার নির্বাচন কমিশনারের বৈঠক
রোজা–পূজা নিয়ে মন্তব্য : জামায়াত প্রার্থী শিশির মনিরের বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা
৭ ডিসেম্বর ১৯৭১ : পাকিস্তানি হানাদার বাহিনীকে আত্মসমর্পণের আহ্বান
নতুন জোটের ঘোষণা দিল এনসিপি
রাজবাড়ীতে মুক্তিযোদ্ধাদের সংরক্ষিত কবরস্থানে নাশকতা
প্রেস সচিবের ফেসবুক পোস্ট; ৩ কয়লাখনি থেকে কয়লা না তোলা ভুল ছিল
আজ নোয়াখালী মুক্ত দিবস
শিক্ষা ভবনের সামনে সাত কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ
শেখ হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু
বিটিআরসির সামনে মোবাইল ব্যবসায়ীদের সড়ক অবরোধ