বিশ্ব বাজারে আবারও বাড়ল সোনার দাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২১:৪১, ৫ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ২২:২৭, ৫ ডিসেম্বর ২০২৫
আবারও বাড়ল সোনার দাম / ফাইল ছবি
মার্কিন ডলারের দুর্বলতা এবং যুক্তরাষ্ট্রে সুদের হার কমানোর সম্ভাবনা জোরালো হওয়ায় শুক্রবার বৈশ্বিক বাজারে স্বর্ণের দাম বেড়েছে। এমন তথ্য জানিয়েছে রয়টার্স।
শুক্রবার (৫ ডিসেম্বর) জিএমটি সকাল ১০টা ১৭ মিনিট পর্যন্ত স্পট গোল্ডের দাম আগের তুলনায় ০.৪ শতাংশ বৃদ্ধি পেয়ে আউন্সপ্রতি দাঁড়ায় ৪,২২৫.১১ ডলার। যদিও সাপ্তাহিক হিসেবে মূল্য এখনো ০.১ শতাংশ নিচের দিকে।
ফেব্রুয়ারি ডেলিভারির মার্কিন ফিউচার্স গোল্ডের দামও ০.৩ শতাংশ বৃদ্ধি পেয়ে আউন্সপ্রতি ৪,২৫৫.৯০ ডলারে পৌঁছেছে।
বিশ্লেষকদের মতে, আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের নীতি নির্ধারণী বৈঠকের আগে বিনিয়োগকারীরা গুরুত্বপূর্ণ মুদ্রাস্ফীতির তথ্যের অপেক্ষায় রয়েছে।
ডলার সূচক পাঁচ সপ্তাহ ধরে বড় মুদ্রার বিপরীতে দুর্বল অবস্থানে থাকায় অন্যান্য মুদ্রাধারী ক্রেতাদের জন্য স্বর্ণ কেনা তুলনামূলক সহজ হয়েছে।
এফএক্সটিএমের সিনিয়র রিসার্চ অ্যানালিস্ট লুকমান ওতুনুগা জানিয়েছেন, ‘ফেডের সম্ভাব্য সুদ কমানো এবং ডলারের দুর্বলতা—উভয়ই স্বর্ণের মূল্যবৃদ্ধিকে সহায়তা করছে।’
অন্যদিকে দেশের বাজারেও শুক্রবার (৫ ডিসেম্বর) স্বর্ণের দাম ভরিতে ২ লাখ ১১ হাজার ৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে গত মঙ্গলবার (২ ডিসেম্বর) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিপ্রতি স্বর্ণের দাম ১ হাজার ৫০ টাকা কমিয়েছিলো।
বাজুস জানায়, তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় নতুন দামের তালিকা সমন্বয় করা হয়েছে।
ঘোষিত নতুন দামে ২২ ক্যারেট স্বর্ণের ভরি (১১.৬৬৪ গ্রাম) বিক্রি হবে ২ লাখ ১১ হাজার ৯৫ টাকায়।
২১ ক্যারেটের ভরি ২ লাখ ১ হাজার ৪৯৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৭২ হাজার ৭০৯ টাকা এবং সনাতন পদ্ধতির ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৩ হাজার ৬৮৯ টাকা।
