রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫

| ২৩ অগ্রাহায়ণ ১৪৩২

বস্ত্রখাতে লক্ষ্য ১০০ বিলিয়ন ডলার রপ্তানি অর্জন: উপদেষ্টা বশিরউদ্দীন 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮:৪৩, ৪ ডিসেম্বর ২০২৫

বস্ত্রখাতে লক্ষ্য ১০০ বিলিয়ন ডলার রপ্তানি অর্জন: উপদেষ্টা বশিরউদ্দীন 

বস্ত্র ও পাট, বাণিজ্য এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন  মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। ছবি: পিআইডি

পাটশিল্পের মতো বস্ত্রখাতে কোন ভুল সিদ্ধান্ত হবে না বলে জানিয়েছেন বস্ত্র ও পাট, বাণিজ্য এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন  মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। 

তিনি বলেছেন, "আবেগের বশবর্তী হয়ে আমরা কোনো সিদ্ধান্ত নেব না। আমরা ১০০ বিলিয়ন ডলার রপ্তানি অর্জন করতে চাই। এই লক্ষ্য পূরণে শিল্প, একাডেমিয়া ও নীতি সহায়তার সমন্বয় হতে হবে।' 

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) জাতীয় বস্ত্র দিবস ২০২৫' উদযাপন উপলক্ষ্যে রাজধানীর জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারে 'রেজিলিয়েন্স অ্যান্ড রিইনভেনশন: ক্রিয়েটিং স্কিল্ড প্রফেশনালস ফর টেক্সটাইল অ্যান্ড এপারেল সেক্টর অব বাংলাদেশ' শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন। 

এসময় শেখ বশিরউদ্দীন বলেন,' বস্ত্র শিল্প একটি কমোডিটি ইন্ডাস্ট্রি; কাঁচামালের দাম উৎপাদন ব্যয়ের প্রায় ৮০ শতাংশ। বাকি ২০ শতাংশ থেকেই মুনাফা করতে হয়। এজন্য দক্ষতা জরুরী। দক্ষতা উন্নয়নে ভুল হলে শিল্প পিছিয়ে পড়বে।"

টেক্সটাইল শিক্ষার মান ও শিল্পের চাহিদার ব্যবধান রয়েছে উল্লেখ করে উপদেষ্টা  বলেন, ' টেক্সটাইল শিক্ষা পুরোপুরি ফাংশনালধর্মী। কিন্তু একাডেমিয়া ও ইন্ডাস্ট্রির সংযোগ না হলে কর্মক্ষেত্রে দক্ষতা প্রদর্শনে শিক্ষার্থীরা পিছিয়ে পড়ে। মধ্যপ্রাচ্যের আছে ক্রুড অয়েল, আর আমাদের আছে ১৮ কোটি মানুষ—তা দক্ষতার দিক থেকে আরো রিফাইন করতে হবে। দক্ষতা তৈরি করতে পারলে আমরা সমৃদ্ধির শিখরে পৌঁছাতে পারব।"

বস্ত্র অধিদপ্তরের মহাপরিচালক মো: শহীদুল ইসলাম স্বাগত বক্তব্য রাখেন ও  মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আব্বাস উদ্দিন। 
 
সেমিনারে সভাপতিত্ব করেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমি। তিনি বলেন,' সেমিনারে অংশগ্রহণকারীর উন্মুক্ত আলোচনায় যেসব সমস্যার দিক উপস্থাপন হলো তা পূরণে আমরা আরও বেশি উদ্যোগী হবো। বস্ত্রখাতে দক্ষ ও যুগোপযোগী শ্রমশক্তি তৈরিতে সরকার পদক্ষেপ নিয়ে কাজ করছে।' 

অনুষ্ঠানে বিটিএমএ'র প্রেসিডেন্ট শওকত আজীজ রাসেল, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আরিফুর রহমান খান ও সুব্রত শিকদার, বাংলাদেশ পাটকল করপোরেশন চেয়ারম্যান বিগ্রে. জেনা. মো: কবির উদ্দিন সিকদার এনডিসি, পিএসসি, বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান আবু আহমদ ছিদ্দীকী, জেডিপিসি'র ব্যবস্থাপনা পরিচালক মো: জাহিদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

রাজবাড়ীতে মুক্তিযোদ্ধাদের সংরক্ষিত কবরস্থানে নাশকতা
প্রেস সচিবের ফেসবুক পোস্ট; ৩ কয়লাখনি থেকে কয়লা না তোলা ভুল ছিল
আজ নোয়াখালী মুক্ত দিবস
শিক্ষা ভবনের সামনে সাত কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ
শেখ হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু
বিটিআরসির সামনে মোবাইল ব্যবসায়ীদের সড়ক অবরোধ
‘মিনেসোটা প্রোটোকল’ মেনে শুরু জুলাই শহীদদের শনাক্তকরণ
বইয়ের জ্ঞান খেলাপিদের কাছে হার মানল: উপদেষ্টা ওয়াহিদউদ্দিন
এভারকেয়ারে জোবাইদা, চলছে মেডিকেল বোর্ডের সভা
স্কুলিং মডেল বাতিলের দাবিতে শাহবাগ অবরোধ শিক্ষার্থীদের
বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক চায় ভারত: প্রণয় ভার্মা
নির্বাচনে ৮৯% সাংবাদিক নিরাপত্তা ঝুঁকির আশঙ্কায়: জরিপ
১২ ডিসেম্বর পর্যন্ত মেডিকেল কোচিং সেন্টার বন্ধ
৬ ডিসেম্বর ১৯৭১ : বাংলাদেশকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় ভারত ও ভুটান
জুলাই আন্দোলনের অজ্ঞাত ১১৪ শহীদের পরিচয় শনাক্তে সিআইডির উদ্যোগ
জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীরা বই পাবে: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
সেন্টমার্টিন থেকে ১৮৫০ কেজি বর্জ্য অপসারণ করল কেওক্রাডং
বিএনপি ‘প্রতিশ্রুতির রাজনীতিতে’ বিশ্বাসী: রিজভী
খালেদা জিয়াকে লন্ডনে নিতে এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত
সিএমপির সব থানার ওসি রদবদল