৩ মাসে ২ বিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২০:০৩, ৯ অক্টোবর ২০২৫ | আপডেট: ২০:৩৯, ৯ অক্টোবর ২০২৫

বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে নিলামের মাধ্যমে ডলার কেনার কার্যক্রম অব্যাহত রেখেছে। এর অংশ হিসেবে বৃহস্পতিবার (৯ অক্টোবর) কেন্দ্রীয় ব্যাংক ১০টি ব্যাংক থেকে ১২১ টাকা ৮০ পয়সা দরে আরও ১০৭ মিলিয়ন বা ১০ কোটি ৭০ লাখ ডলার কিনেছে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানান, গত তিন মাসে নিলামের মাধ্যমে ২ দশমিক ০৮৮ বিলিয়ন ডলার কেনা হয়েছে। চলতি অর্থবছরে এ পর্যন্ত ১৪ দফা নিলাম আয়োজন করেছে কেন্দ্রীয় ব্যাংক।
এর আগে ৬ অক্টোবর নিলামে ১০৪ মিলিয়ন ডলার কেনা হয়। ১৩ জুলাই থেকে বাংলাদেশ ব্যাংক ডলার কেনার এই নিলাম কার্যক্রম শুরু করে। রেমিট্যান্স ও রপ্তানি আয় বৃদ্ধি পাওয়ায় বাণিজ্যিক ব্যাংকগুলোতে ডলারের সরবরাহ কিছুটা বেড়েছে—যা কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ শক্তিশালী করতে কাজে লাগাচ্ছে।
অর্থনীতিবিদ ও ব্যাংকারদের মতে, ডলারের বিনিময় হার স্থিতিশীল রাখা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। কেন্দ্রীয় ব্যাংক বাজার থেকে ডলার কিনে মুদ্রা বাজারে ভারসাম্য রক্ষা করছে। তাদের ধারণা, এই পদক্ষেপ না নিলে বাজারে ডলারের দর আরও কমে যেত—যা রেমিট্যান্স ও রপ্তানি খাতে নেতিবাচক প্রভাব ফেলতে পারত।
একইসঙ্গে, এই প্রক্রিয়ায় রেমিট্যান্স প্রেরক ও রপ্তানিকারক উভয়পক্ষই লাভবান হচ্ছেন, কারণ ডলারের চাহিদা ও দর নিয়ন্ত্রিত থাকলে তারা তুলনামূলক ভালো বিনিময় হার পাচ্ছেন।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, এই নিলাম প্রক্রিয়া শুধু বৈদেশিক মুদ্রাবাজারে স্থিতিশীলতা রক্ষা করছে না, বরং দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ পুনরুদ্ধারেও ইতিবাচক ভূমিকা রাখছে।