উপদেষ্টা পরিষদের অনুমোদন
পাঁচ ইসলামী ব্যাংক একীভূত হয়ে ‘ইউনাইটেড ব্যাংক’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৮:২০, ৯ অক্টোবর ২০২৫

দেশের পাঁচটি বেসরকারি ইসলামী ব্যাংককে একীভূত করে একটি নতুন শরিয়াহভিত্তিক ব্যাংক গঠনের প্রস্তাব নীতিগতভাবে অনুমোদন দিয়েছে প্রধান উপদেষ্টার উপদেষ্টা পরিষদ।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।
যে পাঁচ ব্যাংক একীভূত হবে , নতুন ব্যাংকটির নাম প্রস্তাব করা হয়েছে ‘ইউনাইটেড ব্যাংক’। এতে একীভূত হবে—ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংক।
সূত্র জানায়, এই ব্যাংকটি প্রাথমিকভাবে রাষ্ট্রীয় মালিকানায় পরিচালিত হবে এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থাকবে এর মালিকানায়। পরবর্তীতে সঠিক সময়ে ব্যাংকটি ধীরে ধীরে বেসরকারি খাতে হস্তান্তর করা হবে।
উপদেষ্টা পরিষদ জানিয়েছে, একীভূত হওয়ার প্রক্রিয়ায় কোনো ব্যাংকের কর্মীকে চাকরিচ্যুত করা হবে না এবং কোনো গ্রাহকের আমানতও ঝুঁকিতে পড়বে না।
এর ফলে ব্যাংক খাতে স্থিতিশীলতা বজায় থাকবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
একই বৈঠকে ব্যাংক ও বীমা খাতে আমানত সুরক্ষা আইনকে সময়োপযোগী করার লক্ষ্যে সংশোধনের অনুমোদন দেওয়া হয়েছে। অর্থনীতিবিদদের মতে, এই সিদ্ধান্ত ব্যাংকিং খাতে আস্থা পুনরুদ্ধার এবং ইসলামি ব্যাংকগুলোর কার্যক্রমে নতুন শৃঙ্খলা আনবে।