বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

| ৩০ আশ্বিন ১৪৩২

এলপিজির দাম কমানো এখন জরুরি, বললেন জ্বালানি উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২:৩৫, ১১ অক্টোবর ২০২৫

এলপিজির দাম কমানো এখন জরুরি, বললেন জ্বালানি উপদেষ্টা

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মোহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, দেশের স্বল্পমেয়াদি জ্বালানি সংকট কাটাতে এলপিজির দাম নিয়ন্ত্রণ করা এখন সময়ের দাবি।

তিনি মনে করেন, বর্তমান বাজারে ১২ কেজির সিলিন্ডার ১২০০ থেকে ১৫০০ টাকায় বিক্রি হচ্ছে, যা গৃহস্থালি ও শিল্প খাতের জন্য মারাত্মক চাপ সৃষ্টি করছে। তার মতে, “এলপিজির দাম ১ হাজার টাকার মধ্যে রাখা উচিত, তবেই সাধারণ মানুষ উপকৃত হবে।”

শনিবার (১১ অক্টোবর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে দৈনিক বণিক বার্তা আয়োজিত ‘বাংলাদেশে এলপিজি: অর্থনীতি, পরিবেশ ও নিরাপত্তা’ শীর্ষক পলিসি কনক্লেভে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা আরও বলেন, “দামের অস্থিরতা, লজিস্টিক সমস্যা ও প্রাইভেট সেক্টরের সীমাবদ্ধতা—এ তিনটি কারণেই এলপিজি বাজারে অনিশ্চয়তা তৈরি হয়েছে। দায়িত্বশীল ব্যবসায়িক আচরণ ছাড়া জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়।”

তিনি দাবি করেন, দেশের প্রাথমিক জ্বালানি ঘাটতি কোনো স্বাভাবিক বিষয় নয়, বরং “কিছু রাজনীতিবিদ ও ব্যবসায়ী গোষ্ঠীর পরিকল্পিত নীতিগত ব্যর্থতার ফল।” বিদ্যুৎ ও গ্যাস খাতে দীর্ঘদিনের অব্যবস্থাপনার কারণে গৃহস্থালি পর্যায়ে অবৈধ সংযোগ বেড়েছে বলেও মন্তব্য করেন তিনি।

ফাওজুল কবির জানান, প্রতিবছর দেশে প্রায় ২০০ মিলিয়ন কিউবিক ফুট গ্যাস উৎপাদন কমছে, অথচ নতুনভাবে মাত্র ৭০ মিলিয়ন কিউবিক ফুট সংগ্রহ করা যাচ্ছে। ফলে ব্যয়বহুল এলএনজি আমদানি ছাড়া বিকল্প নেই।

তিনি বলেন, “এলএনজি আমদানিতে দীর্ঘমেয়াদি প্রক্রিয়া লাগে, তাই স্বল্পমেয়াদে এলপিজি হতে পারে কার্যকর সমাধান।”

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

সন্ধ্যায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা
সন্ধ্যায় ‘অতি জরুরি’ বৈঠকে বসছে ঐকমত্য কমিশন
আমি নিজেই পিআর বুঝি না : মির্জা ফখরুল
অক্টোবরে বাড়ছে ট্রিপ সংখ্যা রবিবার থেকে ১ ঘন্টা বেশি চলবে মেট্রোরেল
সব রাজনৈতিক দল জুলাই সনদে সই করবে : আইন উপদেষ্টা
ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরোধ এমপিওভুক্ত শিক্ষকদের
পুয়ের্তো রিকোর জালে মেসির আর্জেন্টিনার ৬ গোল
স্বাক্ষরবিহীন ব্যালট পেপার বিতর্কে তোলপাড়
চাকসু নির্বাচন অমোচনীয় কালি উঠে যাওয়ার অভিযোগ
রোম সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
মিরপুরে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
মিরপুরের আগুন গার্মেন্টসের দ্বিতীয় তলা থেকে ৯ জনের লাশ উদ্ধার
হাসিনাকে ফেরাতে রেড নোটিশ জারির পদক্ষেপ
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ ১৯ অক্টোবরের মধ্যে এনিসিপিকে প্রতীক নিতে হবে
শিশুদের জন্য বিপজ্জনক ভারতের ৩ কফ সিরাপ : ডব্লিউএইচও
আগামী রবিবার থেকে মাসব্যাপী শিশু-কিশোরদের বিনামূল্যে টাইফয়েড টিকাদান শুরু