স্বর্ণের পর রুপার দামেও রেকর্ড বৃদ্ধি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৭:৩৩, ৯ অক্টোবর ২০২৫

বিশ্ববাজারে স্বর্ণের নজিরবিহীন দামের পর এবার রুপার দামেও রেকর্ড বৃদ্ধি দেখা গেছে। বৈশ্বিক চাহিদা, মার্কিন সরকারের সম্ভাব্য শাটডাউনের আশঙ্কা এবং যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর প্রত্যাশায় বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদ হিসেবে সোনা ও রুপার দিকে ঝুঁকছেন। এরই ধারাবাহিকতায় বুধবার স্বর্ণের দাম আউন্সপ্রতি ৪,০০০ ডলার মারে ২ লাখ টাকা ভরি অতিক্রম করেছে—যা ইতিহাসের সর্বোচ্চ।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গ্রিনিচ মান সময় বিকেল ৪টা ১১ মিনিট পর্যন্ত স্পট সিলভারের দাম রেকর্ড হয়েছে প্রতি আউন্সে ৪৯ দশমিক ৫৪ ডলার—যা আগের দিনের তুলনায় প্রায় ৩ দশমিক ৫ শতাংশ বেশি।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রে অর্থনৈতিক অনিশ্চয়তা, মধ্যপ্রাচ্য ও ইউরোপে রাজনৈতিক অস্থিরতা এবং ফেডারেল রিজার্ভের সুদ কমানোর সম্ভাবনা—সব মিলিয়ে বিনিয়োগকারীরা ঝুঁকিপূর্ণ বাজার থেকে নিরাপদ ধাতুতে পুঁজি সরিয়ে নিচ্ছেন।
রুপার দাম বাড়ার আরেকটি কারণ হলো এর বহুমুখী ব্যবহার। শুধু গয়না নয়, শিল্প ও প্রযুক্তি খাতেও রুপার চাহিদা বিপুল। সৌর প্যানেল, ইলেকট্রনিক যন্ত্রাংশ, এমনকি চিকিৎসা সরঞ্জাম তৈরিতেও রুপা ব্যবহৃত হয়। ফলে প্রাপ্যতা কমে গিয়ে সরবরাহ-চাহিদার ভারসাম্য নষ্ট হচ্ছে, যা দামের ঊর্ধ্বগতিতে বড় ভূমিকা রাখছে।
বিশেষজ্ঞরা বলছেন, যদি ফেডারেল রিজার্ভ আগামী মাসে সত্যিই সুদের হার কমায়, তাহলে স্বর্ণ ও রুপা—উভয় ধাতুর দাম আরও বাড়তে পারে।