পিআর পদ্ধতি আরপিও ও সংবিধানে নেই: সিইসি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৭:০৯, ২৫ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ০৩:২২, ২৬ সেপ্টেম্বর ২০২৫

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি বাংলাদেশের সংবিধান কিংবা গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও) অন্তর্ভুক্ত নয়। তাই নির্বাচন কমিশনের পক্ষে এটি চালু করার কোনো সুযোগ নেই।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
সিইসি জানান, আরপিও পরিবর্তন করা কিংবা সংবিধানে সংশোধনী আনা কমিশনের এখতিয়ারের বাইরে। তিনি বলেন, “আমাদের যে পদ্ধতি আছে সেখানে পিআর নেই। আমরা আইন বদলাতে পারি না। আরপিও পরিবর্তন করতে হলে আইন প্রণয়নকারী সংস্থাকেই উদ্যোগ নিতে হবে।”
নির্বাচন কোন পদ্ধতিতে হবে, পিআর না প্রচলিত পদ্ধতিতে—এ প্রসঙ্গে সিইসি বলেন, রাজনৈতিক দলগুলো এ বিষয়ে সমঝোতায় পৌঁছানো উচিত। যদি তারা পিআর পদ্ধতি চান তবে আইন ও সংবিধান সংশোধনের দায়িত্বও তাদের নিতে হবে। “আমরা সংবিধান বদলাতে পারি না। সেটা সংসদের সিদ্ধান্তে করতে হবে,” উল্লেখ করেন তিনি।
এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, যদি পিআর পদ্ধতি চালু করতে হয় তবে তাৎক্ষণিকভাবে ফেব্রুয়ারিতে ভোট করা সম্ভব নয়। আরপিও ও সংবিধান পরিবর্তনের প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত সেই পদ্ধতিতে ভোট সম্ভব নয়।
সম্প্রতি কিছু রাজনৈতিক দল পিআর ব্যবস্থার দাবি তুলেছে। তবে সিইসি নাসির উদ্দিনের বক্তব্য স্পষ্ট করেছে যে বর্তমান আইন কাঠামোর মধ্যে নির্বাচন কমিশনের হাতে এ সুযোগ নেই। ফলে এ সিদ্ধান্ত এখন রাজনৈতিক দল এবং নীতি-নির্ধারকদের ওপরই নির্ভর করছে।