বাংলাদেশ আবৃত্তি ফেডারেশনের আত্মপ্রকাশে নতুন অঙ্গীকার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৩:১৫, ৯ নভেম্বর ২০২৫
বাংলাদেশ আবৃত্তি ফেডারেশনের আত্মপ্রকাশে নতুন অঙ্গীকার। ছবি: সমাজকাল
বাংলার গৌরবময় ইতিহাস, ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ, স্বৈরাচারবিরোধী সংগ্রাম ও ২০২৪ সালের জুলাই বিপ্লবের চেতনায় সমতা, গণতন্ত্র ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনের অঙ্গীকারে আত্মপ্রকাশ করল বাংলাদেশ আবৃত্তি ফেডারেশন।
শনিবার (৮ নভেম্বর) বিকেল ৪টায় কেন্দ্রীয় শহিদ মিনারে একঝাঁক শিশুশিল্পী বেলুন উড়িয়ে নতুন সংগঠনের উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেডারেশনের সভাপতি বিশিষ্ট আবৃত্তিশিল্পী মেহেদী হাসান এবং সাধারণ সম্পাদক মাহমুদুল হাসানসহ কার্যনির্বাহী কমিটির সব সদস্য।
এর আগে বিকেল ৩টা ৩০ মিনিটে শহিদ মিনার প্রাঙ্গণ থেকে আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় আত্মপ্রকাশের মূল আয়োজন। জাতীয় সঙ্গীতের সমবেত পরিবেশনার মধ্য দিয়ে উদ্বোধনী পর্বের সূচনা হয়।
স্বাগত বক্তব্য ও উদ্বোধনী ঘোষণাপত্র পাঠ করেন ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জাতীয় কবিতা পরিষদের সভাপতি ও কবি মোহন রায়হান, যিনি ফেডারেশনের উদ্বোধন ঘোষণা করেন।
উদ্বোধনী পর্বে শিশুদের আবৃত্তি দল ‘ঋদ্ধস্বর’, ‘কিনান লার্নিং সেন্টার’ ও ‘মহাপৃথিবী’ দলীয় আবৃত্তি পরিবেশন করে।
তবে উদ্বোধনের কিছুক্ষণ পরই অনুষ্ঠান স্থগিত হয়ে যায়। কারণ, তখনই শাহবাগ এলাকায় বেতনগ্রেড বৃদ্ধির দাবিতে কর্মসূচি পালনরত প্রাথমিক শিক্ষকদের ওপর পুলিশের গুলিবর্ষণের খবর আসে। এতে শতাধিক শিক্ষক আহত হওয়ার খবর নিশ্চিত হলে, শিক্ষক নেতারা শহিদ মিনারে এসে অবস্থান নেন এবং আয়োজকদের প্রতি আহ্বান জানান সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ রাখার।
দ্রোহ ও বিপ্লবের কবি মোহন রায়হান এ সময় উপস্থিত শিক্ষক নেতাদের পাশে দাঁড়িয়ে সংহতি প্রকাশ করেন। পরিস্থিতি বিবেচনায় আয়োজকরা অনুষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নেন। পরে শিক্ষক নেতারা মাইক হাতে নিয়ে পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন এবং কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি শুরু করেন।
