১ ফেব্রুয়ারি বইমেলা শুরুর দাবিতে সমাবেশ মঙ্গলবার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২১:১১, ৯ নভেম্বর ২০২৫ | আপডেট: ০২:৪৩, ১০ নভেম্বর ২০২৫
বৈষম্যবিরোধী সৃজনশীল গ্রন্থ প্রকাশক সমিতির সভা। ছবি: সংগৃহীত
অমর একুশে বইমেলা, ২০২৬ ১ ফেব্রুয়ারি থেকে আয়োজন ও স্টলভাড়া কমানোর দাবিতে 'একুশে বইমেলা সংগ্রাম পরিষদ'-এর উদ্যোগে আগামী ১১ নভেম্বর মঙ্গলবার সকাল ১১টায় শাহবাগে লেখক, পাঠক, প্রকাশক, শিল্পী, সংস্কৃতিকর্মীদের সমাবেশ ও প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদানের উদ্দেশ্যে 'যমুনা' অভিমুখে পদযাত্রা অনুষ্ঠিত হবে। আয়োজন সফল করতে 'একুশে বইমেলা সংগ্রাম পরিষদ'-এর সঙ্গে সৃজনশীল গ্রন্থ প্রকাশকদের এক মতবিনিময় সভা রবিবার ৯ নভেম্বর দুপুর ১২টায় বাংলাবাজারে মান্নান মার্কেটের ৩য় তলায় অনুষ্ঠিত হয়।
বৈষম্যবিরোধী সৃজনশীল গ্রন্থ প্রকাশক সমিতির সভাপতি সাঈদ বারী'র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায়হান।
সভায় অন্যন্যের মধ্যে বক্তব্য দেন আলমগীর শিকদার লোটন, মফিজুর রহমান লাল্টু, কামরুজ্জামান ভূঁইয়া, কামাল হোসেন বাদল, জহিরুল ইসলাম বুলবুল ও শাহ আল মামুন। সভা পরিচালনা করেন বৈষম্যবিরোধী সৃজনশীল গ্রন্থ প্রকাশক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হাসান।
সভায় একুশে বইমেলা সংগ্রাম পরিষদ আহুত আগামী ১১ নভেম্বরের সমাবেশ ও পদযাত্রা সফল করার জন্যে সবার সহোযোগিতা কামনা করা হয়।
উল্লেখ্য, কর্মসূচি সফল করতে ইতোমধ্যে রাজধানীর কাটাবন বই মার্কেটে বৈঠক, শিল্পকলা একাডেমিতে সেমিনার, বিউটি বোর্ডিয়ে প্রকাশক জমায়েত এবং জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
