জাতীয় কবিতা পরিষদের ৫৪তম আসর
আলোচনায় মৈমনসিংহ গীতিকা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৮:১৬, ১৩ নভেম্বর ২০২৫
জাতীয় কবিতা পরিষদের নিয়মিত কবিতাপাঠ ও আলোচনা অনুষ্ঠান। ছবি: সংগৃহীত
জাতীয় কবিতা পরিষদের নিয়মিত কবিতাপাঠ ও আলোচনা অনুষ্ঠানের ৫৪তম আয়োজন অনুষ্ঠিত হয়েছে রাজধানীর ইস্কাটনে। মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেল ৫টায় ২৬ ইস্কাটন গার্ডেন রোডের কাজল মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায়হান।
অনুষ্ঠানে ‘মৈমনসিংহ গীতিকায় রাষ্ট্রসঙ্ঘের উপস্থিতি’ শীর্ষক আলোচনা উপস্থাপন করেন বিশিষ্ট কথাসাহিত্যিক ও শিক্ষক ড. আকিমুন রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব (অব.) ও কবি মঞ্জুরুর রহমান।
সভাপতির বক্তব্যে কবি মোহন রায়হান বলেন, “ড. আকিমুন রহমান আমার সহপাঠী ও বন্ধু। তিনি আমাদের সময়ের মেধাবী ছাত্রীদের একজন ছিলেন এবং পরবর্তীতে দেশের অন্যতম কথাসাহিত্যিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। আজ ৪১ বছর পর একসঙ্গে এই মঞ্চে থাকতে পারাটা আমার জন্য গর্বের।”
আলোচক ড. আকিমুন রহমান বলেন, “মোহন রায়হান আমাদের সময়ের এক দীপ্ত নাম। তার উপস্থিতি আমাদের প্রজন্মকে সাহস জুগিয়েছে। আজকের আলোচ্য বিষয় ‘মৈমনসিংহ গীতিকায় রাষ্ট্রসংঘের উপস্থিতি’ আসলে কেবল প্রেমের কাহিনী নয়, বরং এতে নিহিত আছে মধ্যযুগীয় সমাজে রাষ্ট্রীয় নিপীড়ন, সামাজিক অসাম্য ও মানবিক যন্ত্রণার প্রতিচ্ছবি।”
তিনি আরও বলেন, “মৈমনসিংহ গীতিকার ভেতরে রাষ্ট্রীয় অনাচার ও ক্ষমতার হিংস্রতার যে চিত্র ফুটে উঠেছে, তা আসলে বাংলার সামাজিক বাস্তবতার দলিল।”
জাতীয় কবিতা পরিষদের সেমিনার বিষয়ক সম্পাদক কবি মঞ্জুরুর রহমান আলোচনার প্রতিক্রিয়ায় বলেন, “আজকের আলোচনায় মৈমনসিংহ গীতিকার চারটি উপাখ্যানের মধ্য দিয়ে ড. আকিমুন রহমান যে সমাজবাস্তবতা ও সাহিত্যিক গভীরতা তুলে ধরেছেন, তা আমাদের পূর্ববাংলার সাহিত্যের গর্ব।”
আলোচনা শেষে পঞ্চাশাধিক কবি স্বরচিত কবিতা পাঠ করেন। তাঁদের মধ্যে ছিলেন কবি মোহন রায়হান, কবি মঞ্জুরুর রহমান, কবি মুস্তাফা মজিদ, কবি ইউসুফ রেজা, কবি ক্যামেলিয়া আহমেদ, কবি শাহীন চৌধুরী, কবি রোকন জহুর, কবি মনিরুজ্জামান রোহান, কবি মিলি হক, কবি জয়নুল আবেদীন জয়, কবি তাসকিনা ইয়াসমিন, কবি ফারহান উদ্দিন, কবি রকিব লিখন, কবি রোকসানা খাতুন, কবি শিশির বিন্দু বিশ্বাস, কবি আফিয়া রুবি, কবি গাজী গিয়াস উদ্দিন, কবি মরিয়ম আক্তার প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি ক্যামেলিয়া আহমেদ, কবি মনিরুজ্জামান রোহান, কবি কাব্য রাসেল ও কবি নাহিদ হাসান।
