শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

| ১ অগ্রাহায়ণ ১৪৩২

জাতীয় কবিতা পরিষদের ৫৪তম আসর

আলোচনায় মৈমনসিংহ গীতিকা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮:১৬, ১৩ নভেম্বর ২০২৫

আলোচনায় মৈমনসিংহ গীতিকা

জাতীয় কবিতা পরিষদের নিয়মিত কবিতাপাঠ ও আলোচনা অনুষ্ঠান। ছবি: সংগৃহীত

জাতীয় কবিতা পরিষদের নিয়মিত কবিতাপাঠ ও আলোচনা অনুষ্ঠানের ৫৪তম আয়োজন অনুষ্ঠিত হয়েছে রাজধানীর ইস্কাটনে। মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেল ৫টায় ২৬ ইস্কাটন গার্ডেন রোডের কাজল মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায়হান।

অনুষ্ঠানে ‘মৈমনসিংহ গীতিকায় রাষ্ট্রসঙ্ঘের উপস্থিতি’ শীর্ষক আলোচনা উপস্থাপন করেন বিশিষ্ট কথাসাহিত্যিক ও শিক্ষক ড. আকিমুন রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব (অব.) ও কবি মঞ্জুরুর রহমান।

সভাপতির বক্তব্যে কবি মোহন রায়হান বলেন, “ড. আকিমুন রহমান আমার সহপাঠী ও বন্ধু। তিনি আমাদের সময়ের মেধাবী ছাত্রীদের একজন ছিলেন এবং পরবর্তীতে দেশের অন্যতম কথাসাহিত্যিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। আজ ৪১ বছর পর একসঙ্গে এই মঞ্চে থাকতে পারাটা আমার জন্য গর্বের।”

আলোচক ড. আকিমুন রহমান বলেন, “মোহন রায়হান আমাদের সময়ের এক দীপ্ত নাম। তার উপস্থিতি আমাদের প্রজন্মকে সাহস জুগিয়েছে। আজকের আলোচ্য বিষয় ‘মৈমনসিংহ গীতিকায় রাষ্ট্রসংঘের উপস্থিতি’ আসলে কেবল প্রেমের কাহিনী নয়, বরং এতে নিহিত আছে মধ্যযুগীয় সমাজে রাষ্ট্রীয় নিপীড়ন, সামাজিক অসাম্য ও মানবিক যন্ত্রণার প্রতিচ্ছবি।”

তিনি আরও বলেন, “মৈমনসিংহ গীতিকার ভেতরে রাষ্ট্রীয় অনাচার ও ক্ষমতার হিংস্রতার যে চিত্র ফুটে উঠেছে, তা আসলে বাংলার সামাজিক বাস্তবতার দলিল।”

জাতীয় কবিতা পরিষদের সেমিনার বিষয়ক সম্পাদক কবি মঞ্জুরুর রহমান আলোচনার প্রতিক্রিয়ায় বলেন, “আজকের আলোচনায় মৈমনসিংহ গীতিকার চারটি উপাখ্যানের মধ্য দিয়ে ড. আকিমুন রহমান যে সমাজবাস্তবতা ও সাহিত্যিক গভীরতা তুলে ধরেছেন, তা আমাদের পূর্ববাংলার সাহিত্যের গর্ব।”

আলোচনা শেষে পঞ্চাশাধিক কবি স্বরচিত কবিতা পাঠ করেন। তাঁদের মধ্যে ছিলেন কবি মোহন রায়হান, কবি মঞ্জুরুর রহমান, কবি মুস্তাফা মজিদ, কবি ইউসুফ রেজা, কবি ক্যামেলিয়া আহমেদ, কবি শাহীন চৌধুরী, কবি রোকন জহুর, কবি মনিরুজ্জামান রোহান, কবি মিলি হক, কবি জয়নুল আবেদীন জয়, কবি তাসকিনা ইয়াসমিন, কবি ফারহান উদ্দিন, কবি রকিব লিখন, কবি রোকসানা খাতুন, কবি শিশির বিন্দু বিশ্বাস, কবি আফিয়া রুবি, কবি গাজী গিয়াস উদ্দিন, কবি মরিয়ম আক্তার প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি ক্যামেলিয়া আহমেদ, কবি মনিরুজ্জামান রোহান, কবি কাব্য রাসেল ও কবি নাহিদ হাসান।

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

চাঁপাইনবাবগঞ্জে জুলাই সনদ বাস্তবায়নসহ ৫ দফা দাবিতে জামায়াতের মিছিল
আসিফ আকবরের ‘ফুটবল বিদ্বেষী’ বক্তব্যের প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন
বিশ্বমঞ্চের লাইমলাইট চুরি করেছেন ঐশ্বরিয়া রাই একাই…
তারেক রহমান ক্ষমতায় এলে রোহিঙ্গা প্রত্যাবাসন নিশ্চিত হবে
সীতাকুণ্ডে ঝোপের ভেতর পরিত্যক্ত অবস্থায় ৩ পাইপগানসহ দেশীয় অস্ত্র উদ্ধার করল র‌্যাব-৭
আমরা ইউনূসের সনদ রিজেক্ট করেছি। আমরা জনতার সনদ তৈরি করব : সেলিম
রাজধানীতে নাশকতার প্রস্তুতি, নিষিদ্ধ আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
সরকার দরদ দেখিয়েছে, দায় দেখায়নি’ — নাসীরুদ্দীন পাটওয়ারী
বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল, বিনিয়োগকারীদের মনে অনিশ্চয়তা
ত্রয়োদশ জাতীয় নির্বাচন: ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনের সময় ৪ সপ্তাহ
জেনেভা ক্যাম্পে গোপন কারখানা থেকে ৩৫ ককটেল উদ্ধার
কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে কয়েদির মৃত্যু
বাংলাদেশকে হারিয়ে বিশ্বকাপ বাছাই নিশ্চিত করল পাকিস্তান
শয্যাশায়ী ধর্মেন্দ্রর ভিডিও ফাঁস তীব্র ক্ষোভে অমিতাভ–জয়া বচ্চন
হাসিনার রায় ঘোষণায় বিশৃঙ্খলা হলে দায়িত্ব আইনশৃঙ্খলা বাহিনীর—আমির খসরু
রঙ্গনার ফুটেজ ফাঁস: ক্ষুব্ধ শাবনূর
‘তিন উপদেষ্টা সঠিক নির্বাচন বাধাগ্রস্ত করছেন’—অপসারণের দাবিতে ডা. তাহের
ক্যালিফোর্নিয়ার নতুন ভোটিং মানচিত্রে ‘ডেমোক্র্যাট সুবিধা’ মামলা করল ইউএস জাস্টিস ডিপার্টমেন্ট
একাধিক শিক্ষার্থীকে যৌন হেনস্তার অভিযোগে ঢাবি শিক্ষক এরশাদ হালিম আদালতে চালান
সুদান সংকট নিয়ে জাতিসংঘের উদ্বেগ বাড়ছে, আল-ফাশির ঘটনায় তদন্তের দাবি তীব্র