আগামীর বিশ্ব ফ্যাশনের একঝলক রাশিয়ার র্যাম্প শোতে
ফ্যাশন শোতে নানা পোশাক আর অনুষঙ্গ শরীরে জড়িয়ে হেঁটে চলেন মডেলরা। আলোক ঝলমলে পরিবেশ, ক্যামেরার সারি, দর্শকের উচ্ছ্বাস, করতালি...। ডিজাইনাররা তাঁদের সৃষ্টিশীলতা কেবল একটি শোর জন্যই করেননি। বরং তাঁদের শৈল্পিকতায় আয়োজিত ফ্যাশন শো জানান দেয় আগামী দিনের বার্তা, কখনো মনে করিয়ে দেয় ঐতিহ্যের কথা, কখনোবা আলোর ঝলকানি এবং চোখ ধাঁধানো প্রযুক্তির ব্যবহারে উপস্থাপন করা হয় সাংস্কৃতিক ঐতিহ্য।