রোববার, ১৬ নভেম্বর ২০২৫

| ২ অগ্রাহায়ণ ১৪৩২

আমেরিকার ভিসা পেতে সাক্ষাৎকার বাধ্যতামূলক: নতুন নিয়মে কী আছে?

সমাজকাল ডেস্ক

প্রকাশ: ১৫:৪৮, ২৩ আগস্ট ২০২৫

আমেরিকার ভিসা পেতে সাক্ষাৎকার বাধ্যতামূলক: নতুন নিয়মে কী আছে?

মার্কিন যুক্তরাষ্ট্রে পড়াশোনা, চাকরি বা ভ্রমণের পরিকল্পনা করছেন? তবে আপনার জন্য এসেছে একটি বড় পরিবর্তন। আগামী ২ সেপ্টেম্বর ২০২৫ থেকে যুক্তরাষ্ট্রের প্রায় সব নন-ইমিগ্রান্ট ভিসা ক্যাটাগরিতে সাক্ষাৎকার (ইন-পার্সন ইন্টারভিউ) বাধ্যতামূলক করা হয়েছে। এই নিয়ম নতুন আবেদনকারী ছাড়াও ভিসা নবায়নকারীদের ক্ষেত্রেও কার্যকর হবে।


আগে কী ছিল?

গত কয়েক বছর ধরে কিছু ভিসা ক্যাটাগরিতে “ইন্টারভিউ ওয়েভার” সুবিধা চালু ছিল।

  • ১৪ বছরের নিচের শিশু
  • ৭৯ বছরের বেশি বয়সী প্রবীণ
  • নির্দিষ্ট সময়ের মধ্যে একই ভিসা নবায়নকারীরা


এমন আবেদনকারীরা কাগজ জমা দিয়ে সাক্ষাৎকার ছাড়াই ভিসা পেতে পারতেন। কোভিডকালে এ সুবিধা আরও বিস্তৃত করা হয়েছিল।


নতুন নিয়মে কী থাকছে?

মার্কিন পররাষ্ট্র দপ্তরের ঘোষণায় জানানো হয়েছে, ২ সেপ্টেম্বর থেকে নিচের ভিসাগুলোতে সাক্ষাৎকার অবশ্যই দিতে হবে:

  • শিক্ষার্থী ভিসা (F, M, J)
  • পর্যটন ও ব্যবসা ভিসা (B1/B2)
  • চাকরি সম্পর্কিত ভিসা (H, L, O-1)
  • এক্সচেঞ্জ প্রোগ্রাম ও বিশেষ দক্ষতা ভিসা

সীমিত কিছু ছাড়

শুধুমাত্র কিছু ক্ষেত্রে সাক্ষাৎকার ছাড় দেওয়া হতে পারে। যেমন—

যদি আবেদনকারী গত ১২ মাসের মধ্যে একই ক্যাটাগরির পূর্ণ মেয়াদের (Full-validity) B1, B2 বা B1/B2 ভিসা পেয়ে থাকেন।

ভিসা পাওয়ার সময় তার বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে।


তবে এই ছাড় খুব সীমিত এবং নির্দিষ্ট পরিস্থিতিতেই কার্যকর হবে।

  • কেন এই পরিবর্তন?
  • যুক্তরাষ্ট্র সরকার বলছে—
  • নিরাপত্তা জোরদার
  • ভিসা আবেদনকারীর তথ্য আরও ভালোভাবে যাচাই

জালিয়াতি প্রতিরোধ

এসব কারণে এই নিয়ম আনা হয়েছে। সরাসরি সাক্ষাৎকারে কনস্যুলার অফিসার আবেদনকারীর উদ্দেশ্য, পরিকল্পনা ও যোগ্যতা নির্ভুলভাবে যাচাই করতে পারবেন।


বাংলাদেশি আবেদনকারীদের জন্য এর প্রভাব

  • এই পরিবর্তনে বাংলাদেশিদের ভিসা প্রক্রিয়া কিছুটা সময়সাপেক্ষ হবে।
  • আগে যাদের ‘ড্রপবক্স’ বা ‘ওয়েভার’ সুবিধা ছিল, এখন তাদেরও কনস্যুলেটে গিয়ে সাক্ষাৎকার দিতে হবে।
  • অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষার সময় বাড়তে পারে।
  • কাগজপত্র যাচাই আরও কড়াকড়ি হবে।
  • ভিসা পরিকল্পনা আরও আগে থেকে করতে হবে।

কীভাবে প্রস্তুতি নেবেন?

১.আগে থেকে সময় বুক করুন – DS-160 ফর্ম পূরণের পর দ্রুত অ্যাপয়েন্টমেন্ট শিডিউল করুন।

২.সব ডকুমেন্ট প্রস্তুত রাখুন – পাসপোর্ট, ছবি, ফি প্রদানের রসিদ, শিক্ষাপ্রতিষ্ঠান বা চাকরির প্রমাণপত্র সঙ্গে রাখুন।

৩. ইন্টারভিউ প্র্যাকটিস করুন – পড়াশোনা বা ভ্রমণের উদ্দেশ্য, কেন যুক্তরাষ্ট্রে যাচ্ছেন, এবং ফিরে এসে কী করবেন— এসব প্রশ্নের উত্তর স্পষ্টভাবে দিতে অনুশীলন করুন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

দেখে নিন ২০২৬ সালে ব্যাংকে ছুটির তালিকা
আল্লাহর গজবের কারণেই হাসিনার পতন: কাদের সিদ্দিকী
ইসির সংলাপের তালিকায় পরিবর্তন
রাজনীতি থেকে অবসরের ঘোষণা শমসের মবিন চৌধুরীর
জর্জিয়াকে বড় ব্যবধানে বিধ্বস্ত করে বিশ্বকাপের দ্বারপ্রান্তে স্পেন
সীতাকুণ্ডে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৬
জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হলেন সেই খাদিজা
পঞ্চগড়-১ আসনে এনসিপির মনোনয়ন নিলেন সারজিস আলম
শিক্ষক আন্দোলনে সাউন্ড গ্রেনেডে আহত সহকারী শিক্ষিকা ফাতেমা আক্তারের মৃত্যু
বাহরাইনে জাতিসংঘ সমন্বয়কের সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক
ছয় জেলায় নতুন এসপি
শাহজালাল বিমানবন্দরে পুশকার্টের ধাক্কায় ক্ষতিগ্রস্ত এয়ার ইন্ডিয়ার প্লেন
হাসিনার রায়ের দিন ট্রাইব্যুনালে সেনা মোতায়েন চেয়ে চিঠি
প্রাথমিকভাবে আনুমানিক ৮০০ সেনা যাবে কাতার
ককটেল নিক্ষেপ–আগুন দিলে গুলির নির্দেশ: ডিএমপি কমিশনার
সংসদে ৩৩ শতাংশ নারী আসন ও সরাসরি নির্বাচনের দাবি নারীপক্ষের
ভুয়া ভিডিও নিয়ে জরুরি সতর্কবার্তা দিল অর্থ মন্ত্রণালয়
বালুময় মরুর বুকে সৌদি ফ্যাশনের নবজাগরণ
পার্বতীপুরে ফের সরকারি আশ্রয়ন প্রকল্পে ১০ ঘরে অগ্নিকান্ড
ভিসা বিষয়ে ব্রিটিশ হাইক‌মিশনের জরুরি সতর্কবার্তা