সহজে ভোট দিতে প্রতিবন্ধীদের ভাবনা জানতে উদ্যোগ ইসির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৪:২১, ৬ নভেম্বর ২০২৫
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এবার প্রতিবন্ধীদের মতামত জানতে বিশেষ উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মূলত ভোট প্রক্রিয়ায় তাদের অংশগ্রহণ সহজ ও অন্তর্ভুক্তিমূলক করতে এই পরামর্শ সভার আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এতে ইসির অন্যান্য নির্বাচন কমিশনার, সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা ও প্রতিবন্ধী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় অংশগ্রহণকারীরা ভোটকেন্দ্রে প্রবেশাধিকার, ব্যালট পেপার ব্যবহারে সহায়ক ব্যবস্থা, দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য ব্রেইল ব্যালট ও শ্রবণপ্রতিবন্ধীদের জন্য সাইন ভাষার সুবিধা রাখার বিষয়ে মতামত দেন। তারা দাবি করেন, “প্রতিবন্ধীদের জন্য ভোট দেওয়া শুধু নাগরিক অধিকার নয়, এটি মর্যাদার প্রশ্নও।”
ইসি সূত্র জানায়, সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন অংশীজনের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে কমিশন। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী, নারী, সংখ্যালঘু, সাংবাদিক ও নাগরিক সংগঠনগুলোর সঙ্গে আলোচনার অংশ হিসেবেই প্রতিবন্ধী সম্প্রদায়ের সঙ্গে এই সংলাপ আয়োজন করা হয়েছে।
কমিশন জানায়, আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করে ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটগ্রহণের পরিকল্পনা রয়েছে। এর আগে সব পর্যায়ের অংশীজনের মতামত নিয়ে একটি “অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নীতি” প্রণয়ন করা হবে।
