ভারতীয় ব্যাটারকে ছাড়িয়ে গেলেন পাকিস্তানের সালমান আগা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৭:০৮, ১২ নভেম্বর ২০২৫
পাকিস্তানের ব্যাটার সালমান আগা। ছবি: সংগৃহীত
পাকিস্তানের সাম্প্রতিক সিরিজজয়ের ধারা এখন প্রতিফলিত হচ্ছে আইসিসির সর্বশেষ ওয়ানডে র্যাংকিংয়ে। শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ধারাবাহিক সাফল্যের পর পাকিস্তানের অলরাউন্ডার সালমান আলি আগা বড় অগ্রগতি অর্জন করেছেন ব্যাটসম্যানদের তালিকায়।
শ্রীলঙ্কার বিপক্ষে রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত প্রথম ওয়ানডেতে ৮৭ বলে ১০৫ রানের ঝড়ো ইনিংস খেলে দলকে জয়ের পথে নিয়ে যান সালমান আগা। তার অসাধারণ পারফরম্যান্সে আইসিসি ব্যাটিং র্যাংকিংয়ে তিনি ১৪ ধাপ এগিয়ে ১৬তম স্থানে উঠে এসেছেন। বর্তমানে তার রেটিং পয়েন্ট ৬৩৯ — যা তার ক্যারিয়ারের সর্বোচ্চ।
অন্যদিকে ভারতীয় ব্যাটার কেএল রাহুল নেমে গেছেন এক ধাপ পিছিয়ে ১৭তম স্থানে। পাকিস্তানি শিবিরের আরেক তরুণ ব্যাটার সাইম আয়ুবও র্যাংকিংয়ে বড় সাফল্য পেয়েছেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পরপর দুটি অর্ধশতক হাঁকিয়ে তিনি ১৮ ধাপ এগিয়ে যৌথভাবে ৩৫তম স্থানে অবস্থান করছেন।
শুধু ব্যাটিং নয়, বোলিং বিভাগেও পাকিস্তানি তারকারা নজর কেড়েছেন। বিশেষ করে হ্যারিস রউফ ও আবরার আহমেদ তাঁদের ধারাবাহিক বোলিং পারফরম্যান্সের কারণে আইসিসির সর্বশেষ তালিকায় উত্থান ঘটিয়েছেন।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে পাকিস্তান দল যেভাবে ঘরের মাঠে ধারাবাহিকভাবে জয় পাচ্ছে, তা তাদের র্যাংকিংয়ে প্রতিফলিত হচ্ছে। দলের মধ্যে নতুন প্রজন্মের খেলোয়াড়দের উত্থান পাকিস্তানের ভবিষ্যতের জন্য ইতিবাচক ইঙ্গিত বহন করছে।
