ইসির গেজেট অবৈধ ঘোষণা, বাগেরহাটে আসন ৪টিই থাকছে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৮:০৩, ১০ নভেম্বর ২০২৫ | আপডেট: ১৯:৪২, ১০ নভেম্বর ২০২৫
বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসন কমিয়ে তিনটিতে আনার সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। ফলে এ জেলার আসন সংখ্যা আগের মতো চারটিই বহাল রইল।
সোমবার (১০ নভেম্বর) এই বিষয়ে দেওয়া রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে এ রায় দেয় হাইকোর্টের একটি বেঞ্চ। আদালত নির্বাচন কমিশনের (ইসি) প্রকাশিত গেজেটকে আইনবহির্ভূত ও সংবিধানবিরোধী ঘোষণা করে বাতিল করে।
ইসি সম্প্রতি নতুন জনসংখ্যা ও ভৌগোলিক সীমারেখার ভিত্তিতে বাগেরহাটের সংসদীয় আসন চার থেকে তিনে কমিয়ে একটি গেজেট প্রকাশ করে। এর বিরুদ্ধে স্থানীয় নাগরিক ও প্রার্থীরা আদালতে রিট করেন।
রিটকারীদের যুক্তি ছিল, জনসংখ্যা অনুযায়ী বাগেরহাটের আসন কমানোর কোনো যৌক্তিকতা নেই; বরং জেলার কিছু অঞ্চলে ভোটারসংখ্যা ও প্রশাসনিক বিভাজনের কারণে চারটি আসনই থাকা উচিত। আদালত রায় দিতে গিয়ে বলে, আসন কমানোর ক্ষেত্রে কমিশন যথাযথ তথ্য ও প্রক্রিয়া অনুসরণ করেনি।
আইনজীবীরা জানিয়েছেন, এই রায়ের ফলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-১, ২, ৩ ও ৪— চারটি আসনেই নির্বাচন অনুষ্ঠিত হবে। রায় ঘোষণার পর নতুন করে কোনো গেজেট প্রকাশ না হওয়া পর্যন্ত ইসিকে চারটি আসন অনুযায়ী নির্বাচনী প্রস্তুতি নিতে হবে।
