ধান চাষিদের জন্য ২৪ ঘণ্টার হেল্পলাইন চালু করল ব্রি
সমাজকাল
প্রকাশ: ১৭:৪০, ২৫ জুন ২০২৫

ধান চাষিদের জন্য ২৪ ঘণ্টা হেল্পলাইন চালু করল ব্রি। এখন কৃষকরা সার, আবহাওয়া, পোকামাকড় ও জাত নির্বাচনসহ নানা বিষয়ে পাবেন বিশেষজ্ঞদের পরামর্শ। হেল্পলাইন নম্বর: ০৯৬৪৪৩০০৩০০।
নিজস্ব প্রতিবেদক
ধান চাষে সমস্যা সমাধানে কৃষকদের পাশে দাঁড়াল বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)। গাজীপুরে আয়োজিত এক কর্মশালায় সংস্থাটি ২৪ ঘণ্টা চালু হেল্পলাইন সেবার উদ্বোধন করেছে, যেখানে দেশের যেকোনো প্রান্তের কৃষক ধানের রোগবালাই, পোকামাকড়, আগাছা নিয়ন্ত্রণ, সার ব্যবস্থাপনা ও আবহাওয়ার তথ্যসহ নানা বিষয়ে পরামর্শ পাবেন।
হেল্পলাইন নম্বর: ০৯৬৪৪৩০০৩০০
ব্রি’র মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামান বলেন, “ধান চাষ শুধু জীবিকা নয়, এটি দেশের খাদ্য নিরাপত্তার মূল স্তম্ভ। অথচ কৃষক প্রতিদিন নানা চ্যালেঞ্জের মুখোমুখি হন। এ হেল্পলাইনের মাধ্যমে সেসব সমস্যার তাৎক্ষণিক ও বিজ্ঞ পরামর্শ দেওয়া হবে।”
এই হেল্পলাইন পরিচালনা করছে ব্রি’র এগ্রোমেট ল্যাব, যেখানে অভিজ্ঞ বিজ্ঞানীরা কৃষকদের সমস্যা বিশ্লেষণ করে দিচ্ছেন দিকনির্দেশনা। পাশাপাশি ভবিষ্যতে অ্যাপ ও এসএমএসের মাধ্যমেও কৃষি তথ্য পৌঁছে দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন ব্রি মহাপরিচালক।
কর্মশালায় ব্রি’র গবেষণা পরিচালক ড. মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এগ্রোমেট ল্যাবের কো-অর্ডিনেটর ড. এ বি এম জাহিদ হোসেন। এতে বিভিন্ন বিভাগের গবেষক, বিজ্ঞানী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ব্রি জানিয়েছে, এই হেল্পলাইন কৃষকদের সার, সেচ, আবহাওয়া সংক্রান্ত ঝুঁকি এবং ফসলের সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দেশব্যাপী কৃষকদের মাঝে এ সেবার তথ্য ছড়িয়ে দেওয়ার জন্য গণমাধ্যম ও প্রশাসনের সহযোগিতা কামনা করেছে সংস্থাটি।