বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

| ৩০ আশ্বিন ১৪৩২

ধান চাষিদের জন্য ২৪ ঘণ্টার হেল্পলাইন চালু করল ব্রি

সমাজকাল

প্রকাশ: ১৭:৪০, ২৫ জুন ২০২৫

ধান চাষিদের জন্য ২৪ ঘণ্টার হেল্পলাইন চালু করল ব্রি

ধান চাষিদের জন্য ২৪ ঘণ্টা হেল্পলাইন চালু করল ব্রি। এখন কৃষকরা সার, আবহাওয়া, পোকামাকড় ও জাত নির্বাচনসহ নানা বিষয়ে পাবেন বিশেষজ্ঞদের পরামর্শ। হেল্পলাইন নম্বর: ০৯৬৪৪৩০০৩০০।

নিজস্ব প্রতিবেদক

ধান চাষে সমস্যা সমাধানে কৃষকদের পাশে দাঁড়াল বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)। গাজীপুরে আয়োজিত এক কর্মশালায় সংস্থাটি ২৪ ঘণ্টা চালু হেল্পলাইন সেবার উদ্বোধন করেছে, যেখানে দেশের যেকোনো প্রান্তের কৃষক ধানের রোগবালাই, পোকামাকড়, আগাছা নিয়ন্ত্রণ, সার ব্যবস্থাপনা ও আবহাওয়ার তথ্যসহ নানা বিষয়ে পরামর্শ পাবেন।

হেল্পলাইন নম্বর: ০৯৬৪৪৩০০৩০০

ব্রি’র মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামান বলেন, “ধান চাষ শুধু জীবিকা নয়, এটি দেশের খাদ্য নিরাপত্তার মূল স্তম্ভ। অথচ কৃষক প্রতিদিন নানা চ্যালেঞ্জের মুখোমুখি হন। এ হেল্পলাইনের মাধ্যমে সেসব সমস্যার তাৎক্ষণিক ও বিজ্ঞ পরামর্শ দেওয়া হবে।”

এই হেল্পলাইন পরিচালনা করছে ব্রি’র এগ্রোমেট ল্যাব, যেখানে অভিজ্ঞ বিজ্ঞানীরা কৃষকদের সমস্যা বিশ্লেষণ করে দিচ্ছেন দিকনির্দেশনা। পাশাপাশি ভবিষ্যতে অ্যাপ ও এসএমএসের মাধ্যমেও কৃষি তথ্য পৌঁছে দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন ব্রি মহাপরিচালক।

কর্মশালায় ব্রি’র গবেষণা পরিচালক ড. মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এগ্রোমেট ল্যাবের কো-অর্ডিনেটর ড. এ বি এম জাহিদ হোসেন। এতে বিভিন্ন বিভাগের গবেষক, বিজ্ঞানী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ব্রি জানিয়েছে, এই হেল্পলাইন কৃষকদের সার, সেচ, আবহাওয়া সংক্রান্ত ঝুঁকি এবং ফসলের সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দেশব্যাপী কৃষকদের মাঝে এ সেবার তথ্য ছড়িয়ে দেওয়ার জন্য গণমাধ্যম ও প্রশাসনের সহযোগিতা কামনা করেছে সংস্থাটি।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

সন্ধ্যায় ‘অতি জরুরি’ বৈঠকে বসছে ঐকমত্য কমিশন
আমি নিজেই পিআর বুঝি না: মির্জা ফখরুল
অক্টোবরে বাড়ছে ট্রিপ সংখ্যা রবিবার থেকে ১ ঘন্টা বেশি চলবে মেট্রোরেল
সব রাজনৈতিক দল জুলাই সনদে সই করবে: আইন উপদেষ্টা
ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরোধ এমপিওভুক্ত শিক্ষকদের
পুয়ের্তো রিকোর জালে মেসির আর্জেন্টিনার ৬ গোল
স্বাক্ষরবিহীন ব্যালট পেপার বিতর্কে তোলপাড়
চাকসু নির্বাচন অমোচনীয় কালি উঠে যাওয়ার অভিযোগ
রোম সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
মিরপুরে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
মিরপুরের আগুন গার্মেন্টসের দ্বিতীয় তলা থেকে ৯ জনের লাশ উদ্ধার
হাসিনাকে ফেরাতে রেড নোটিশ জারির পদক্ষেপ
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ ১৯ অক্টোবরের মধ্যে এনিসিপিকে প্রতীক নিতে হবে
শিশুদের জন্য বিপজ্জনক ভারতের ৩ কফ সিরাপ: ডব্লিউএইচও
আগামী রবিবার থেকে মাসব্যাপী শিশু-কিশোরদের বিনামূল্যে টাইফয়েড টিকাদান শুরু