আইএফপিআরআই-এসএসির এমওইউ
দক্ষিণ এশিয়ায় কৃষি গবেষণা ও খাদ্য নিরাপত্তায় নতুন দিগন্ত
সমাজকাল ডেস্ক
প্রকাশ: ১৭:০২, ২৫ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ০৩:৩৫, ২৬ সেপ্টেম্বর ২০২৫

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আন্তর্জাতিক খাদ্যনীতি গবেষণা ইনস্টিটিউট (আইএফপিআরআই) এবং সার্ক কৃষি কেন্দ্র (এসএসি)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তি দক্ষিণ এশিয়ায় কৃষি গবেষণা, পুষ্টি উন্নয়ন এবং নীতি সমন্বয়ে এক নতুন অধ্যায়ের সূচনা করবে বলে আশা করা হচ্ছে।
এসএসি থেকে পাঠানো সংবাদ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) মহাসচিব রাষ্ট্রদূত মো. গোলাম সারোয়ার। বিশেষ অতিথি হিসেবে যোগ দেন আইএফপিআরআই মহাপরিচালক ড. জোহান সুইনেন।
এ ছাড়াও উপস্থিত ছিলেন সার্ক কৃষি কেন্দ্রের পরিচালক ড. মো. হারুনূর রশিদ, আইএফপিআরআই দক্ষিণ এশিয়া অফিসের পরিচালক ড. শহীদুর রশিদ (নয়াদিল্লি), আইএফপিআরআই-এর সিনিয়র পরিচালক ড. পূর্ণিমা মেনন এবং ব্যবসা উন্নয়ন ও বহিঃসম্পর্ক পরিচালক ড. টেউনিস ভ্যান রিনেন।
চুক্তি অনুযায়ী, কৃষি গবেষণা ও সম্প্রসারণ সেবা জোরদার করা,পুষ্টি উন্নয়নে সমন্বয় সাধন,প্রযুক্তি উদ্ভাবন ও কৃষি নীতি প্রণয়নে সমর্থন প্রদান, আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি ও কৃষকবান্ধব উদ্যোগে একযোগে কাজ করা হবে।
সার্ক মহাসচিব রাষ্ট্রদূত মো. গোলাম সারোয়ার বলেন, “এ সমঝোতা স্মারক দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতাকে শক্তিশালী করবে। কৃষি ও সংশ্লিষ্ট খাতে প্রযুক্তি উন্নয়ন এবং কার্যকর সম্প্রসারণে এটি বিশেষ অবদান রাখবে।”
আইএফপিআরআই মহাপরিচালক ড. সুইনেন তার বক্তব্যে উল্লেখ করেন, “জ্ঞান আহরণ, কৃষি বাণিজ্য, নীতি উদ্ভাবন এবং সক্ষমতা উন্নয়নের ক্ষেত্রে উভয় প্রতিষ্ঠানের সহযোগিতা নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।
খাদ্যনিরাপদ, সহনশীল ও সমৃদ্ধ দক্ষিণ এশিয়া গড়ে তোলার যৌথ প্রতিশ্রুতির মধ্য দিয়ে এ অনুষ্ঠানের শেষ হয়।