উখিয়ায় ৮৩০ গ্রাম ইয়াবা সাদৃশ্য ভাঙা গুড়াসহ দুইজন গ্রেফতার
উখিয়া-টেকনাফ প্রতিনিধি
প্রকাশ: ২২:৫৯, ১৪ নভেম্বর ২০২৫
উখিয়ায় ৮৩০ গ্রাম ইয়াবা সাদৃশ্য ভাঙা গুড়াসহ দুইজন গ্রেফতার। ছবি: সংগৃহীত
কক্সবাজারের উখিয়ার রাজাপালং ইউনিয়নের কুতুপালং হাঙ্গর ঘোনা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৮৩০ গ্রাম ইয়াবা সাদৃশ্য ভাঙা গুড়াসহ দুইজনকে গ্রেফতার করেছে উখিয়া থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন— শিনু শীল (৩০) এবং শ্রমতিপাল (২৯)।
শুক্রবার দুপুর পৌনে ২টার দিকে পাকা রাস্তার উপর মাদক বহনের সংবাদে অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন উপপরিদর্শক (এসআই) তপু দে ও এসআই সুমন দে। তারা গোপন তথ্যের ভিত্তিতে এলাকাটি ঘিরে ফেলে মাদকদ্রব্যসহ দুজনকে হাতে-নাতে আটক করেন।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জিয়াউল হক সমাজকালকে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকদের কাছ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং ঘটনাটি আরও খতিয়ে দেখা হচ্ছে।
ওসি আরও জানান, উখিয়া-টেকনাফ এলাকায় মাদকের বিস্তার রোধে পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে উখিয়া থানা।
