টেকনাফে অবশেষে গ্রেপ্তার ইউপি সদস্য নুরুল হুদা
উখিয়া-টেকনাফ প্রতিনিধি
প্রকাশ: ১১:৫৯, ১৫ নভেম্বর ২০২৫
ছবি :সমাজকাল
কক্সবাজারের টেকনাফে আত্মস্বীকৃত ইয়াবাকারবারী ও হ্নীলা ইউনিয়ন পরিষদের সদস্য নুরুল হুদাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বহুদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর তালিকাভুক্ত পলাতক থাকা এই ইউপি সদস্যের বিরুদ্ধে মোট ২৮টি মামলা রয়েছে—যার মধ্যে ১৬টি ইয়াবা পাচার, বাকিগুলো অপহরণ, হত্যা ও মানিলন্ডারিং সংক্রান্ত।
পুলিশ জানায়, শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত টেকনাফের হ্নীলা স্টেশন সংলগ্ন এলাকায় বিশেষ সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়। দীর্ঘদিন আত্মগোপনে থাকা নুরুল হুদার অবস্থান প্রযুক্তির সহায়তায় শনাক্ত হলে পুলিশ দল সেখানে গিয়ে তাকে আটক করে।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদ নুর সমাজকালকে জানান,“নুরুল হুদা দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিল। আমাদের কাছে থাকা তথ্য যাচাই-বাছাই করে গতরাতে অভিযানে নামি। অবশেষে ভোরের দিকে তাকে আটক করতে সক্ষম হই।”
তিনি আরও বলেন, গ্রেফতারের পর আইনগত প্রক্রিয়া শেষে শনিবার সকালে নুরুল হুদাকে কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে।
টেকনাফ-উখিয়া এলাকায় দীর্ঘদিন ধরে মাদক চক্রের সঙ্গে স্থানীয় কিছু জনপ্রতিনিধির সম্পৃক্ততা নিয়ে সমালোচনা চলছে। নুরুল হুদার গ্রেফতারকে সেই ধারাবাহিকতায় একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন স্থানীয়রা।
