মাত্র ১০ দিনেই রেমিট্যান্সে এসেছে ১৩ হাজার ৪২০ কোটি টাকা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২২:১১, ১১ নভেম্বর ২০২৫
প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্সে রেকর্ড হয়েছে। ছবি: সংগৃহীত
চলতি নভেম্বর মাসের মাত্র ১০ দিনেই প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্সে রেকর্ড হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ১ থেকে ১০ নভেম্বর পর্যন্ত দেশে এসেছে ১১০ কোটি ৯০ লাখ মার্কিন ডলার, যা টাকায় দাঁড়ায় প্রায় ১৩ হাজার ৪২০ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে হিসাব)।
এতে দেখা যাচ্ছে, প্রতিদিন গড়ে দেশে আসছে প্রায় ১১ কোটি ডলারের প্রবাসী আয়, যা চলতি অর্থবছরের জন্য একটি ইতিবাচক সূচক। অর্থনীতিবিদদের মতে, এ ধারা অব্যাহত থাকলে নভেম্বরে রেমিট্যান্স আয় ৩ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে—যা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে উল্লেখযোগ্য অবদান রাখবে।
গত বছরের একই সময়ের তুলনায় এই বছর প্রবাসী আয়ে এসেছে বড় ধরনের উল্লম্ফন। ২০২৪ সালের নভেম্বরের প্রথম ১০ দিনে রেমিট্যান্স এসেছিল ৮২ কোটি ডলার, সেখানে এবার এসেছে ২৮ কোটি ডলার বেশি।
চলতি ২০২৫-২৬ অর্থবছরের শুরু থেকে (জুলাই-১০ নভেম্বর) দেশে এসেছে ১ হাজার ১২৫ কোটি ডলার, যা আগের বছরের একই সময়ের (৯৭৫ কোটি ডলার) তুলনায় ১৫ দশমিক ৪ শতাংশ বেশি প্রবৃদ্ধি।
বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী—
জুলাইয়ে এসেছে ২৪৭.৭৮ কোটি ডলার
আগস্টে ২৪২.১৯ কোটি ডলার
সেপ্টেম্বরে ২৬৮.৫৮ কোটি ডলার
অক্টোবরে ২৫৬.৩৫ কোটি ডলার
অর্থাৎ টানা চার মাস ধরেই প্রবাসী আয় ২৪০ কোটি ডলারের ওপরে অবস্থান করছে। অর্থনীতিবিদরা বলছেন, এ ধারাবাহিকতা রপ্তানি ও বৈদেশিক ঋণ পরিশোধের চাপ সামলাতে সহায়ক হবে।
বাংলাদেশ ব্যাংক জানায়, ২০২৪-২৫ অর্থবছরে মার্চ মাসে রেমিট্যান্স প্রবাহ সর্বোচ্চ ৩২৯ কোটি ডলারে পৌঁছেছিল—যা ওই অর্থবছরের সর্বোচ্চ রেকর্ড। পুরো অর্থবছরে প্রবাসী আয় ছিল ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় ২৬ দশমিক ৮ শতাংশ বেশি।
এর আগের (২০২৩-২৪) অর্থবছরে মোট রেমিট্যান্স এসেছিল ২৩ দশমিক ৯১ বিলিয়ন ডলার।
