বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

| ৩০ আশ্বিন ১৪৩২

ঝালকাঠিতে দুদকের ১৮৬তম গণশুনানি 

দুর্নীতিমুক্ত সমাজ গঠনে মানসিক পরিবর্তনের আহ্বান

ঝালকাঠি প্রতিনিধি 

প্রকাশ: ১৮:২৩, ১৩ অক্টোবর ২০২৫

দুর্নীতিমুক্ত সমাজ গঠনে মানসিক পরিবর্তনের আহ্বান

‘সবাই মিলে গড়বো দেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ’ — এই শ্লোগানকে সামনে রেখে ঝালকাঠিতে অনুষ্ঠিত হয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর ১৮৬তম গণশুনানি।
দুদকের সমন্বিত জেলা কার্যালয় পিরোজপুরের আয়োজনে সোমবার সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ গণশুনানি অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদক কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী।

তিনি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে বলেন,  ‘নিজের বিবেক কারো কাছে লিজ দেবেন না। নিজ দায়িত্বে নিজের দপ্তর দুর্নীতিমুক্ত রাখুন। দুর্নীতি নির্মূলে আমাদের মানসিক অবস্থার পরিবর্তন ঘটাতে হবে এবং এটি শুরু করতে হবে নিজেদের ঘর থেকে।‘

তিনি আরও বলেন, ব্যক্তিগত লোভ-লালসা পরিহার করতে হবে, অন্যকে তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে দুর্নীতিবিরোধী চেতনা গড়ে তুলতে শিক্ষকরা সপ্তাহে অন্তত একদিন নৈতিকতা, শুদ্ধাচার ও মানবিক মূল্যবোধ নিয়ে পাঠদান করবেন।

স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে সরকারি সেবা জনগণের কাছে পৌঁছে দেওয়াই গণশুনানির মূল লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝালকাঠির জেলা প্রশাসক আশরাফুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন,ঝালকাঠির পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়,
এবং দুদকের বিভাগীয় কার্যালয় বরিশালের পরিচালক মো. মোজাহার আলী সরদার।

গণশুনানিতে ২৯টি সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি দপ্তরের বিরুদ্ধে মোট ৯৫টি অভিযোগ জমা পড়ে। এর মধ্যে দুদকের তফসিলভুক্ত ৭৪টি অভিযোগের শুনানি অনুষ্ঠিত হয়।
ফলাফলে—
৪টি অভিযোগে অনুসন্ধানের সিদ্ধান্ত,
৪ জন কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা,
১ জন কর্মকর্তাকে বদলির নির্দেশ,
এবং অন্য অভিযোগগুলোর তাৎক্ষণিক সমাধান দেওয়া হয়।
 

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

সন্ধ্যায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা
সন্ধ্যায় ‘অতি জরুরি’ বৈঠকে বসছে ঐকমত্য কমিশন
আমি নিজেই পিআর বুঝি না : মির্জা ফখরুল
অক্টোবরে বাড়ছে ট্রিপ সংখ্যা রবিবার থেকে ১ ঘন্টা বেশি চলবে মেট্রোরেল
সব রাজনৈতিক দল জুলাই সনদে সই করবে : আইন উপদেষ্টা
ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরোধ এমপিওভুক্ত শিক্ষকদের
পুয়ের্তো রিকোর জালে মেসির আর্জেন্টিনার ৬ গোল
স্বাক্ষরবিহীন ব্যালট পেপার বিতর্কে তোলপাড়
চাকসু নির্বাচন অমোচনীয় কালি উঠে যাওয়ার অভিযোগ
রোম সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
মিরপুরে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
মিরপুরের আগুন গার্মেন্টসের দ্বিতীয় তলা থেকে ৯ জনের লাশ উদ্ধার
হাসিনাকে ফেরাতে রেড নোটিশ জারির পদক্ষেপ
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ ১৯ অক্টোবরের মধ্যে এনিসিপিকে প্রতীক নিতে হবে
শিশুদের জন্য বিপজ্জনক ভারতের ৩ কফ সিরাপ : ডব্লিউএইচও
আগামী রবিবার থেকে মাসব্যাপী শিশু-কিশোরদের বিনামূল্যে টাইফয়েড টিকাদান শুরু