উখিয়ায় যৌথ চেকপোস্টে অভিযান
৬ হাজার ইয়াবা উদ্ধার
উখিয়া-টেকনাফ প্রতিনিধি
প্রকাশ: ১৭:৩৭, ১৩ অক্টোবর ২০২৫

কক্সবাজারের উখিয়ায় যৌথ বাহিনীর তল্লাশি চৌকিতে অভিযান চালিয়ে এক নারীর দেহে লুকানো অবস্থায় ৬ হাজার ইয়াবা সাদৃশ্য ট্যাবলেট উদ্ধার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ ঘটনায় নারীসহ দুইজনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
আটককৃতরা হলেন—বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী নারিসবুনিয়া গ্রামের ইউসুফ আলীর মেয়ে বিলকিস আক্তার (১৮) এবং রংপুরের পীরগঞ্জ থানার কুতুবপুর এলাকার ইয়াকুব আলী (৪৩), পিতা মহি উদ্দিন।
রবিবার (১২ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উখিয়ার রাজাপালং ইউনিয়নের টিএনটি (গুচ্ছগ্রাম) এলাকায় সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পসংলগ্ন চেকপোস্টে যৌথ বাহিনীর এই অভিযান চালানো হয়।
এপিবিএনের কর্মকর্তারা জানান, নিয়মিত তল্লাশির অংশ হিসেবে রাতে একটি সিএনজি অটোরিকশা থামানো হয়। তল্লাশির সময় যাত্রী বিলকিস আক্তারের পোশাকের ভেতর লুকানো তিনটি প্যাকেট থেকে মোট ৬ হাজার ইয়াবা সাদৃশ্য ট্যাবলেট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিলকিস জানান, এসব ইয়াবা তার নয়—বরং মোটরসাইকেল চালক ইয়াকুব আলীর। তার দেওয়া তথ্যের ভিত্তিতে চেকপোস্টের কাছেই অবস্থানরত ইয়াকুবকেও আটক করে যৌথ বাহিনী।
এপিবিএনের ভারপ্রাপ্ত অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন, ‘অভিযানে উদ্ধারকৃত ইয়াবাসহ দুইজনকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।’
স্থানীয় সূত্রে জানা গেছে, উখিয়া-টেকনাফ সীমান্তজুড়ে এখনো সক্রিয় রয়েছে ইয়াবা চক্রের একাধিক সিন্ডিকেট। নিয়মিত অভিযান ও চেকপোস্ট কার্যক্রমের মাধ্যমে এসব চক্রের রুট ও যোগসাজশ উন্মোচনে কাজ করছে যৌথ বাহিনী।