বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

| ৩০ আশ্বিন ১৪৩২

বিজিবির সেই নায়েককে ঢাকায় স্থানান্তর

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ১৭:৫৮, ১৩ অক্টোবর ২০২৫ | আপডেট: ২১:০৯, ১৩ অক্টোবর ২০২৫

বিজিবির সেই নায়েককে ঢাকায় স্থানান্তর

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তমব্রু সীমান্তে মাইন বিস্ফোরণে আহত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নায়েক মো. আক্তার হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়েছে। আক্তার বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নে কর্মরত।

সোমবার (১৩ অক্টোবর) বিকেলে রামু সিএমএইচ থেকে হেলিকপ্টরে আক্তার হোসেনকে ঢাকায় পাঠানো হয় বলে জানান বিজিবির রামু সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ।

এর আগে রবিবার সকালে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্ত এলাকায় বিজিবির একটি দল টহল দিচ্ছিল। এ সময় সীমান্তে পুঁতে রাখা একটি মাইন বিস্ফোরণে বিজিবি সদস্য আক্তার হোসেনের বাম পায়ের গোড়ালি বিচ্ছিন্ন এবং ডা পা ক্ষত-বিক্ষত হয়। পরে বিজিবি সদস্যরা আহত আক্তারকে রামু সিএমএইচে ভর্তি করেন।

কর্নেল মহিউদ্দিন আহমেদ বলেন, সীমান্তে মাইন বিস্ফোরণের আহত হওয়ার পরপরই বিজিবি সদস্য আক্তার হোসেনকে উদ্ধার করে রামু সিএমএইচে ভর্তি করা হয়। সোমবার দুপুর পর্যন্ত তিনি সেখানে চিকিৎসাধীন ছিলেন। বিকেলে তার উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকরা ঢাকার সিএমএইচে স্থানান্তরের পরামর্শ দেন। পরে হেলিকপ্টার যোগে আক্তার হোসেনকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। 

স্থানীয় এবং বিজিবি সূত্র জানিয়েছে, দুর্গম পাহাড় আর গভীর অরণ্যে ঘেরা নাইক্ষ্যংছড়ি সীমান্তের শূন্য রেখায় অসংখ্য স্থলমাইন পুঁতে রেখেছে মিয়ানমার। ফলে প্রায় সময় ওই এলাকায় মাইন বিস্ফোরণের ঘটনা ঘটে। সীমান্ত এলাকায় ২০২৩ থেকে ২০২৫ পর্যস্ত স্থলমাইন বিস্ফোরণে ১৬ জন আহত হয়েছে। এর মধ্যে ২০২৩ সালে ৩ জন, ২০২৪ সালে ৩ জন এবং ২০২৫ সালের আগস্ট পর্যন্ত ১০ জন আহত হয়েছে। সর্বশেষ রবিবার বিজিবি সদস্য পা হারালেন।

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

সন্ধ্যায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা
সন্ধ্যায় ‘অতি জরুরি’ বৈঠকে বসছে ঐকমত্য কমিশন
আমি নিজেই পিআর বুঝি না : মির্জা ফখরুল
অক্টোবরে বাড়ছে ট্রিপ সংখ্যা রবিবার থেকে ১ ঘন্টা বেশি চলবে মেট্রোরেল
সব রাজনৈতিক দল জুলাই সনদে সই করবে : আইন উপদেষ্টা
ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরোধ এমপিওভুক্ত শিক্ষকদের
পুয়ের্তো রিকোর জালে মেসির আর্জেন্টিনার ৬ গোল
স্বাক্ষরবিহীন ব্যালট পেপার বিতর্কে তোলপাড়
চাকসু নির্বাচন অমোচনীয় কালি উঠে যাওয়ার অভিযোগ
রোম সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
মিরপুরে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
মিরপুরের আগুন গার্মেন্টসের দ্বিতীয় তলা থেকে ৯ জনের লাশ উদ্ধার
হাসিনাকে ফেরাতে রেড নোটিশ জারির পদক্ষেপ
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ ১৯ অক্টোবরের মধ্যে এনিসিপিকে প্রতীক নিতে হবে
শিশুদের জন্য বিপজ্জনক ভারতের ৩ কফ সিরাপ : ডব্লিউএইচও
আগামী রবিবার থেকে মাসব্যাপী শিশু-কিশোরদের বিনামূল্যে টাইফয়েড টিকাদান শুরু