ইয়াবা পাচারে অভিযুক্ত তাজ উদ্দিন গ্রেপ্তার
টেকনাফ -উখিয়া প্রতিনিধি
প্রকাশ: ১৭:১৪, ১৩ অক্টোবর ২০২৫

কক্সবাজারের অন্যতম শীর্ষ মাদক কারবারি হিসেবে পরিচিত মো. তাজ উদ্দিনকে বিশেষ অভিযানে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গ্রেপ্তারকৃত তাজ উদ্দিন উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের পূর্ব মরিচ্যা এলাকার মৃত চেহের আলীর ছেলে। তিনি রাজনৈতিকভাবে হলদিয়া পালং ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি এবং জেলা তাতীদলের সভাপতি ডা. নাসির উদ্দিনের ছোট ভাই হিসেবে পরিচিত।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, রবিবার (১২ অক্টোবর) রাতে মরিচ্যা বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাজ উদ্দিনকে আটক করা হয়। পরদিন সোমবার সকালে আদালতের নির্দেশে তাকে কক্সবাজার জেলা কারাগারে পাঠানো হয়েছে।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক বলেন, ‘মাদক কারবারিদের বিরুদ্ধে র্যাবের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে মাদক চক্রকে চিহ্নিত ও গ্রেপ্তার করা হচ্ছে।’
র্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক বলেন, ‘মাদক কারবারিদের বিরুদ্ধে র্যাবের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে মাদক চক্রকে চিহ্নিত ও গ্রেপ্তার করা হচ্ছে।’
র্যাব সূত্রে জানা যায়, তাজ উদ্দিন দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকায় ইয়াবা পাচার সিন্ডিকেটের মূল হোতা হিসেবে সক্রিয় ছিলেন। তিনি এন্টি-নারকোটিকস টাস্কফোর্সের তালিকাভুক্ত অন্যতম মাদক কারবারি। স্থানীয়রা জানান, একাধিকবার ইয়াবাসহ গ্রেপ্তার হলেও তাজ উদ্দিন আদালত থেকে জামিন নিয়ে পুনরায় একই ব্যবসায় জড়িয়ে পড়েন।
স্থানীয়দের অভিযোগ, তাজ উদ্দিন রাজনৈতিক পরিচয়ের সুযোগ নিয়ে এলাকায় অর্থবল ও প্রভাব বিস্তার করতেন। যুবদলের নেতা হিসেবে পরিচয় ব্যবহার করে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর চোখে ধুলো দিতেন। অভিযোগ রয়েছে, কিছু রাজনৈতিক নেতা ও স্থানীয় গণমাধ্যম কর্মীদের অর্থের প্রলোভন দেখিয়ে তিনি নিজের অপরাধ আড়াল করতেন। মরিচ্যা বাজারের উচ্চমূল্যের ইজারাও তার অবৈধ টাকার উৎসে নেওয়া বলে দাবি করেছেন অনেকে।
উখিয়া-টেকনাফের সীমান্ত এলাকায় ইয়াবা পাচার রোধে তাজ উদ্দিনের গ্রেপ্তারকে স্বাগত জানালেও স্থানীয়রা মনে করছেন, শুধু একজনকে ধরলেই সমস্যার সমাধান হবে না।
তারা দাবি করেছেন, ‘তাজ উদ্দিনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের মাধ্যমে তার সিন্ডিকেটে জড়িত সকল রাজনৈতি ও ব্যবসায়ী পৃষ্ঠপোষকদের নাম প্রকাশ করতে হবে।’
এছাড়া তারা দলীয় পর্যায়ে তাজ উদ্দিনের তাৎক্ষণিক বহিষ্কার এবং মাদক সংশ্লিষ্ট রাজনীতিকদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।