এয়ারএশিয়া ট্রাভেল ফেয়ার ২০২৫ : মালয়েশিয়ায় পর্যটনের নতুন দিগন্ত
সমাজকাল ডেস্ক
প্রকাশ: ১৬:০২, ২৩ আগস্ট ২০২৫ | আপডেট: ২৩:২৩, ২৩ আগস্ট ২০২৫

এয়ারএশিয়া আবারও ফিরিয়ে আনছে তাদের বহুল প্রতীক্ষিত এয়ারএশিয়া ট্রাভেল ফেয়ার (AATF) ২০২৫। আয়োজকেরা আশা করছেন, এবারের তিন দিনের আয়োজন (২২–২৪ আগস্ট, প্যাভিলিয়ন বুকিত জালিল) প্রায় ১৫ হাজার দর্শনার্থীকে আকর্ষণ করবে, যা ২০১৯ সালের প্রাক-মহামারি আসরের চেয়ে ৫ হাজার বেশি।
আয়োজনের বিশেষ দিক
• ২১৩টি বুথ এবং ১,০০০ ভ্রমণ প্যাকেজ নিয়ে হাজির হচ্ছে শীর্ষস্থানীয় ট্রাভেল এজেন্টরা।
• আন্তর্জাতিক অংশীদারদের মধ্যে রয়েছে এমিরেটস এবং এয়ার এরাবিয়া।
• প্রতিদিনের টিকিট বিক্রি গত আসরে ১০ হাজার ছুঁয়েছিল, এবার তা দ্বিগুণ হওয়ার আশা করছে কর্তৃপক্ষ।
এয়ারএশিয়া গ্রুপের চিফ কমার্শিয়াল অফিসার আমান্ডা উ জানান—
“আমরা চাই এই ট্রাভেল ফেয়ারকে শুধু এয়ারএশিয়ার নয়, বরং বিশ্ব পর্যটনের এক যৌথ প্ল্যাটফর্মে রূপ দিতে। এজন্যই আগামী আসরে আরও বেশি এয়ারলাইন, হোটেল ও পর্যটন অংশীদারকে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।”
আন্তর্জাতিক সম্প্রসারণ
এবারের ফেয়ারকে ঘিরে শুধু মালয়েশিয়াই নয়, অন্যান্য দেশেও আয়োজন হচ্ছে—
• ফিলিপাইনস
• ভিয়েতনাম
• ইন্দোনেশিয়া
• কাজাখস্তান
• উজবেকিস্তান
এটি আগামী ভিজিট মালয়েশিয়া ইয়ার (VMY) ২০২৬–এর প্রচারণার অংশ হিসেবে ধরা হচ্ছে।
নতুন রুট ও সংযোগ
• মধ্য এশিয়া থেকে আসা পর্যটকদের ভ্রমণ আগ্রহ বাড়ছে।
• কাজাখস্তান, উজবেকিস্তান ও ইস্তাম্বুল থেকে উল্লেখযোগ্য চাহিদা লক্ষ্য করা যাচ্ছে।
• মালয়েশিয়াকে “এশিয়া অন্বেষণের হাব” হিসেবে তুলে ধরতে চায় এয়ারএশিয়া।
পর্যটন মালয়েশিয়ার লক্ষ্য
পর্যটন মালয়েশিয়ার মহাপরিচালক দাতুক মনোহরন পেরিয়াসামী জানান—
• ২০২৫ সালে ৪৩ মিলিয়ন পর্যটক আগমনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
• জুন পর্যন্ত দেশটিতে ইতিমধ্যে ২৫ মিলিয়নের বেশি পর্যটক এসেছে।
• চীন ও ভারত থেকে ভিসামুক্ত নীতির কারণে আগমনে ৩০% এর বেশি প্রবৃদ্ধি দেখা গেছে।