এমব্রায়ারের ই-জেটস ই২ পেল দক্ষিণ আফ্রিকার সার্টিফিকেশন
সমাজকাল ডেস্ক
প্রকাশ: ১৭:০১, ৪ সেপ্টেম্বর ২০২৫

ব্রাজিলের বিমান নির্মাতা প্রতিষ্ঠান এমব্রায়ার ঘোষণা করেছে যে তাদের E190-E2 এবং E195-E2 বিমান দক্ষিণ আফ্রিকার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (SACAA) থেকে টাইপ অ্যাকসেপ্টেন্স সার্টিফিকেশন লাভ করেছে।
এমব্রায়ারের মতে, এই সনদ প্রমাণ করে যে আফ্রিকার বাজারের জন্য তাদের বিমানগুলো অত্যন্ত উপযোগী। ই-জেটস ই২ সিরিজ এয়ারলাইন্সগুলোর জন্য অপারেশনাল ফ্লেক্সিবিলিটি, সুনির্দিষ্ট ক্যাপাসিটি ম্যানেজমেন্ট, উন্নত ফ্রিকোয়েন্সি পরিকল্পনা এবং নেটওয়ার্ক সংযোগ বৃদ্ধি করার সুযোগ করে দেবে।
সর্বাধিক জ্বালানি-সাশ্রয়ী একক-আইল বিমান
E190-E2 এবং E195-E2 বর্তমানে বিশ্বের সর্বাধিক জ্বালানি-সাশ্রয়ী একক-আইল বিমান। প্রথম প্রজন্মের ই-জেটের তুলনায় এগুলোর জ্বালানি খরচ যথাক্রমে ১৭.৩% এবং ২৯% কম।
এয়ারলিংকের বহরে যুক্ত হবে নতুন ই-জেটস
দক্ষিণ আফ্রিকার বিমান সংস্থা এয়ারলিংক সম্প্রতি মার্কিন লিজিং কোম্পানি আজোরার সঙ্গে ১০টি E195-E2 লিজ চুক্তি করেছে।
ডেলিভারি শুরু হবে ২০২৬ সালের শেষের দিকে এবং সম্পন্ন হবে ২০২৭ সালের মধ্যে।
বিমানগুলোতে থাকবে ১৩৬ আসনের একক শ্রেণি বিন্যাস, এমব্রায়ারের স্বতন্ত্র দুই-সারি (২-২) আসন বিন্যাসে।
এগুলো উচ্চ ঘনত্বের রুট থেকে শুরু করে সাব-সাহারান আফ্রিকার উদীয়মান বাজারে নেটওয়ার্ক সম্প্রসারণে সহায়তা করবে।
ইঞ্জিন সার্টিফিকেশনও সম্পন্ন
এই টাইপ অ্যাকসেপ্টেন্স প্রক্রিয়ায় এমব্রায়ারের ইঞ্জিন সহযোগী প্রতিষ্ঠান প্র্যাট অ্যান্ড হুইটনিও অংশ নেয়। তাদের PW1900G ইঞ্জিনও দক্ষিণ আফ্রিকায় সার্টিফিকেশন পেয়েছে।
আঞ্চলিক প্রভাব
SACAA সার্টিফিকেশনের মাধ্যমে ই২ পরিবার দক্ষিণ আফ্রিকার বাণিজ্যিক বিমান খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে যাচ্ছে, যার প্রভাব বৃহত্তর আফ্রিকান আঞ্চলিক বাজারেও ছড়িয়ে পড়তে পারে।
এ বিষয়ে এমব্রায়ার কমার্শিয়াল অ্যাভিয়েশনের আফ্রিকা ও মধ্যপ্রাচ্য অঞ্চলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট স্টেফান হানেমান বলেন: “এই সার্টিফিকেশন বিমানটির জন্য নতুন দরজা খুলে দিল। যাত্রীদের জন্যও এটি এক অনন্য আরামদায়ক অভিজ্ঞতা হবে।”
এমব্রায়ার কমার্শিয়াল অ্যাভিয়েশনের প্রেসিডেন্ট ও সিইও আর্জান মেইজার বলেন: “আফ্রিকায় ১৫০ আসন পর্যন্ত সেগমেন্টে এমব্রায়ার ইতিমধ্যেই বাজারের নেতৃত্বে রয়েছে। দীর্ঘদিনের গ্রাহক এয়ারলিংক যখন ই২ পরিচালনা শুরু করবে, তখন এটি দক্ষিণ আফ্রিকার প্রথম ই২ অপারেটর হবে। এই বিমান সর্বাধিক সাশ্রয়ী একক-আইল জেট, যা এয়ারলিংকের উচ্চাভিলাষী সম্প্রসারণ পরিকল্পনাকে সহায়তা করবে।”