ঢাকা-ব্যাংকক বাণিজ্য সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর
সমাজকাল
প্রকাশ: ১৯:০৯, ১১ জুলাই ২০২৫

ঢাকা-ব্যাংকক বাণিজ্য সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর, উভয় দেশের ব্যবসায়ী সংগঠনের মধ্যে সরাসরি ব্যবসায়িক সম্পর্ক জোরদারের উদ্যোগ
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে সম্প্রতি একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশ-থাই চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিটিসিআইসিসি) ও থাই-বাংলাদেশ চেম্বার অব কমার্স (টিবিসিসি) এই চুক্তিতে স্বাক্ষর করেছে।
বিটিসিসিআই সভাপতি শামস মাহমুদ এবং টিবিসিসি-এর পক্ষে শাহজাদা মোহাম্মদ আলী খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন। শুক্রবার (১১ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্মারক স্বাক্ষরের সময় থাই দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স, থাইল্যান্ড থেকে আগত বাণিজ্য প্রতিনিধিদল এবং বিটিসিসিআই-এর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এই চুক্তির মাধ্যমে দুই দেশের বেসরকারি খাতে ব্যবসায়িক যোগাযোগ, তথ্য ও প্রযুক্তি বিনিময়, যৌথ বিনিয়োগ এবং বাজার সম্প্রসারণের ক্ষেত্রে নতুন দ্বার উন্মোচিত হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। দুই দেশের উদ্যোক্তাদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে দৃশ্যমান সুফল মিলবে বলেও জানিয়েছেন চুক্তিতে স্বাক্ষরকারীরা।
মুল বক্তব্যে উঠে আসে:
যৌথ উদ্যোগে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বৃদ্ধি পাবে।
সদস্য প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়াতে সহযোগিতা করা হবে।
তথ্য বিনিময় ও নেটওয়ার্কিং বাড়ানোর মাধ্যমে ব্যবসার সুযোগ তৈরি হবে।
এই উদ্যোগকে বাংলাদেশ ও থাইল্যান্ডের দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করার একটি বড় পদক্ষেপ হিসেবে দেখছেন অর্থনীতি বিশ্লেষকরা।