বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

| ৩০ আশ্বিন ১৪৩২

ঢাকা-ব্যাংকক বাণিজ্য সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর

সমাজকাল

প্রকাশ: ১৯:০৯, ১১ জুলাই ২০২৫

ঢাকা-ব্যাংকক বাণিজ্য সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর

ঢাকা-ব্যাংকক বাণিজ্য সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর, উভয় দেশের ব্যবসায়ী সংগঠনের মধ্যে সরাসরি ব্যবসায়িক সম্পর্ক জোরদারের উদ্যোগ নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে সম্প্রতি একটি সমঝোতা স্মারক (এম‌ওইউ) স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশ-থাই চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিটিসিআইসিসি) ও থাই-বাংলাদেশ চেম্বার অব কমার্স (টিবিসিসি) এই চুক্তিতে স্বাক্ষর করেছে। বিটিসিসিআই সভাপতি শামস মাহমুদ এবং টিবিসিসি-এর পক্ষে শাহজাদা মোহাম্মদ আলী খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন। শুক্রবার (১১ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্মারক স্বাক্ষরের সময় থাই দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স, থাইল্যান্ড থেকে আগত বাণিজ্য প্রতিনিধিদল এবং বিটিসিসিআই-এর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এই চুক্তির মাধ্যমে দুই দেশের বেসরকারি খাতে ব্যবসায়িক যোগাযোগ, তথ্য ও প্রযুক্তি বিনিময়, যৌথ বিনিয়োগ এবং বাজার সম্প্রসারণের ক্ষেত্রে নতুন দ্বার উন্মোচিত হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। দুই দেশের উদ্যোক্তাদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে দৃশ্যমান সুফল মিলবে বলেও জানিয়েছেন চুক্তিতে স্বাক্ষরকারীরা। মুল বক্তব্যে উঠে আসে: যৌথ উদ্যোগে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বৃদ্ধি পাবে। সদস্য প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়াতে সহযোগিতা করা হবে। তথ্য বিনিময় ও নেটওয়ার্কিং বাড়ানোর মাধ্যমে ব্যবসার সুযোগ তৈরি হবে। এই উদ্যোগকে বাংলাদেশ ও থাইল্যান্ডের দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করার একটি বড় পদক্ষেপ হিসেবে দেখছেন অর্থনীতি বিশ্লেষকরা।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

সন্ধ্যায় ‘অতি জরুরি’ বৈঠকে বসছে ঐকমত্য কমিশন
আমি নিজেই পিআর বুঝি না: মির্জা ফখরুল
অক্টোবরে বাড়ছে ট্রিপ সংখ্যা রবিবার থেকে ১ ঘন্টা বেশি চলবে মেট্রোরেল
সব রাজনৈতিক দল জুলাই সনদে সই করবে: আইন উপদেষ্টা
ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরোধ এমপিওভুক্ত শিক্ষকদের
পুয়ের্তো রিকোর জালে মেসির আর্জেন্টিনার ৬ গোল
স্বাক্ষরবিহীন ব্যালট পেপার বিতর্কে তোলপাড়
চাকসু নির্বাচন অমোচনীয় কালি উঠে যাওয়ার অভিযোগ
রোম সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
মিরপুরে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
মিরপুরের আগুন গার্মেন্টসের দ্বিতীয় তলা থেকে ৯ জনের লাশ উদ্ধার
হাসিনাকে ফেরাতে রেড নোটিশ জারির পদক্ষেপ
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ ১৯ অক্টোবরের মধ্যে এনিসিপিকে প্রতীক নিতে হবে
শিশুদের জন্য বিপজ্জনক ভারতের ৩ কফ সিরাপ: ডব্লিউএইচও
আগামী রবিবার থেকে মাসব্যাপী শিশু-কিশোরদের বিনামূল্যে টাইফয়েড টিকাদান শুরু