তার্কিশ এয়ারলাইন্স এয়ার ইউরোপায় সংখ্যালঘু শেয়ার কিনছে
সমাজকাল ডেস্ক
প্রকাশ: ১২:০২, ২১ আগস্ট ২০২৫

স্প্যানিশ এয়ারলাইন এয়ার ইউরোপা, যা গ্লোবালিয়া গ্রুপের মালিকানাধীন, তার্কিশ এয়ারলাইন্সের প্রস্তাব গ্রহণ করেছে তাদের শেয়ারহোল্ডিংয়ে একটি সংখ্যালঘু অংশীদারিত্ব (২৬% এর বেশি) বিক্রির জন্য। এই বিনিয়োগের পরিমাণ প্রায় ৩০০ মিলিয়ন ইউরো।
ইউরোপা প্রেস-এর তথ্য অনুযায়ী, এই চুক্তি সম্পন্ন হচ্ছে একটি ২৭৫ মিলিয়ন ইউরোর রূপান্তরযোগ্য ঋণ এবং অতিরিক্ত ২৫ মিলিয়ন ইউরোর সিকিউরিটিজ ক্রয়ের মাধ্যমে। এয়ার ফ্রান্স ও লুফথানসা চুক্তি থেকে সরে দাঁড়ানোর পর এই সমঝোতা কার্যকর হলো।
ফলে, দীর্ঘ মাসের আলোচনার পর গ্লোবালিয়া গ্রুপের এই এয়ারলাইন এমন একজন বিনিয়োগকারী পেলো, যার অর্থে তারা মহামারির সময় এসইপিআই (SEPI) পরিচালিত স্ট্র্যাটেজিক বিজনেস সাপোর্ট ফান্ড থেকে নেওয়া ৪৭৫ মিলিয়ন ইউরোর ঋণ পরিশোধ করতে পারবে।
গত জানুয়ারিতে এয়ার ইউরোপা পিজেটি পার্টনার্স-কে আর্থিক উপদেষ্টা হিসেবে নিয়োগ করে নতুন বিনিয়োগকারী খোঁজার জন্য। সেই লক্ষ্যেই মূলধন সংগ্রহ করে এই ঋণ পরিশোধের পরিকল্পনা করা হয়। ইতিমধ্যে, গত বছরের শেষদিকে কোম্পানিটি মূলধন বৃদ্ধি করেছিল, যেখানে গ্লোবালিয়া ৬৫ মিলিয়ন ইউরো এবং আইএজি (IAG) ১৬ মিলিয়ন ইউরো যোগ করে। আইএজি এভাবে তাদের ২০% শেয়ার ধরে রাখে, যা তারা ইউরোপীয় প্রতিযোগিতা কর্তৃপক্ষের আপত্তির কারণে পুরো কোম্পানি কিনতে ব্যর্থ হলেও ধরে রেখেছিল।
তুর্কিশ এয়ারলাইন্সের সাম্প্রতিক ঘোষণায় বলা হয়েছে, এখন লেনদেনের নথিপত্র তৈরি এবং প্রয়োজনীয় সরকারি প্রক্রিয়া শুরু হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে ৬ থেকে ১২ মাসের মধ্যে চুক্তি সম্পন্ন হবে, তবে সংশ্লিষ্ট নিয়ন্ত্রক কর্তৃপক্ষের অনুমোদন প্রয়োজন।