অংশ নিয়েছে তিনশ এজেন্ট
ইউএস-বাংলার “পার্টনার রিট্রিট মালদ্বীপ-২০২৫”
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৩৮, ২২ সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশের বেসরকারি খাতের শীর্ষ এয়ারলাইন্স ইউএস-বাংলা এয়ারলাইন্স গত ১৯ থেকে ২১ সেপ্টেম্বর ২০২৫ মালদ্বীপে আয়োজন করল অভূতপূর্ব এক সম্মেলন “পার্টনার রিট্রিট মালদ্বীপ-২০২৫”। এতে অংশ নিয়েছেন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ৩০০-র বেশি ট্রাভেল এজেন্ট, যা বিশ্ব এভিয়েশন ইন্ডাস্ট্রিতে এক অনন্য রেকর্ড।
ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কক্সবাজারসহ দেশের নানা প্রান্ত থেকে ট্রাভেল এজেন্টদের নিয়ে দু’টি বোয়িং ৭৩৭-৮০০ উড়ে যায় মালদ্বীপের রাজধানী মালে। তিন দিনব্যাপী এই আয়োজন হয় ক্রসরোড আইল্যান্ডের সাই লেগুন ও হার্ড রক রিসোর্টে।
এত বিপুল সংখ্যক ট্রাভেল এজেন্টকে বিদেশে নিয়ে গিয়ে সম্মেলন আয়োজনের নজির নেই—এই রেকর্ড গড়ল ইউএস-বাংলা।
দ্বিতীয় দিনে অনুষ্ঠিত কনভেনশনে ৪০ জন এজেন্টকে পারফরম্যান্সভিত্তিক পুরস্কার ও সার্টিফিকেট প্রদান করা হয়।
- প্রথম স্থান: হাজী এয়ার ট্রাভেলস লিমিটেড
- দ্বিতীয় স্থান: শেয়ার ট্রিপ লিমিটেড
- তৃতীয় স্থান: গোযায়ান লিমিটেড
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, দি বাংলাদেশ মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুল আলম, এবং ইউএস-বাংলার হেড অব সেলস এন্ড মার্কেটিং শফিকুল ইসলাম।
এমডি আবদুল্লাহ আল মামুন তার বক্তব্যে বলেন,ইউএস-বাংলা বর্তমানে দেশের সব অভ্যন্তরীণ রুটসহ এশিয়ার ১৪টি আন্তর্জাতিক রুটে ফ্লাইট চালাচ্ছে।
বহরে রয়েছে ২৪টি এয়ারক্রাফট, যার মধ্যে দুটি এয়ারবাস ৩৩০-৩০০ (৪৩৬ আসন বিশিষ্ট)। শিগগিরই আরেকটি এয়ারবাস যুক্ত হবে।সৌদি আরবের জেদ্দা ও রিয়াদের পাশাপাশি মদিনা ও দাম্মাম রুটে ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে।আন্তর্জাতিক রুটকে শক্তিশালী করতে শিগগিরই ২০টি নতুন এয়ারক্রাফট বহরে যুক্ত করার পরিকল্পনা প্রায় চূড়ান্ত।
প্রতি বছর নিজেদের অর্থায়নে ৩০ জন পাইলট ও ৩০ জন ইঞ্জিনিয়ার তৈরির উদ্যোগ অব্যাহত রয়েছে।
এ সম্মেলনে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, সৈয়দপুর, যশোর ও কক্সবাজারের প্রতিনিধিরা শুভেচ্ছা বক্তব্য রাখেন। সবাই ঐকমত্যে জানান যে, ইউএস-বাংলার সঙ্গে থেকে বাংলাদেশের এভিয়েশন ও ট্যুরিজম সেক্টরকে এগিয়ে নেওয়া হবে।