১৩ নভেম্বর দেশজুড়ে বৃষ্টির প্রার্থনা
নেতৃত্ব দেবেন শেখ ইয়াসির আদ দাওসারি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১০:৩৪, ১২ নভেম্বর ২০২৫
শেখ ইয়াসির আদ দাওসারি
আল্লাহর রহমত ও বৃষ্টির জন্য বিশেষ নামাজ (সালাতুল ইস্তিস্কা) আদায়ের আহ্বান জানিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। আগামী বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, দেশব্যাপী এই নামাজ অনুষ্ঠিত হবে।
ইসলামী ঐতিহ্য অনুযায়ী, সালাতুল ইস্তিস্কা দুই রাকাআতের বিশেষ নামাজ, যেখানে মুমিনেরা তওবা করে, দোয়া করে এবং আল্লাহর কাছে বৃষ্টির জন্য প্রার্থনা জানায়। নামাজ শেষে ইমাম খুতবায় মানুষকে ক্ষমা প্রার্থনা, দান-খয়রাত ও সৎকর্মে উদ্বুদ্ধ করেন।
সৌদি রয়্যাল কোর্ট এক বিবৃতিতে জানিয়েছে, “দেশের সব নাগরিক ও অধিবাসীকে তওবা, ইস্তেগফার, দান-সদকা ও সৎকাজে অংশগ্রহণ করতে উৎসাহিত করা হচ্ছে। যেন মহান আল্লাহ আমাদের ওপর দয়া করেন, কষ্ট লাঘব করেন এবং কাঙ্ক্ষিত বর্ষণ দান করেন।”
পবিত্র মসজিদুল হারামে বৃহস্পতিবারের এই বিশেষ নামাজে ইমামতি ও খুতবা প্রদান করবেন শেখ ইয়াসির আদ দাওসারি, যিনি ইসলামী বিশ্বে অন্যতম খ্যাতিমান খতিব ও ক্বারি।
সৌদি আরবের বিভিন্ন শহরের পাশাপাশি, কুয়েতেও গত শনিবার ৮ নভেম্বর ১২৫টির বেশি মসজিদে অনুরূপ বৃষ্টির নামাজ অনুষ্ঠিত হয়। অন্যদিকে, সংযুক্ত আরব আমিরাতেও ১৭ অক্টোবর রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ-এর আহ্বানে শুক্রবারের নামাজের আগে সালাতুল ইস্তিস্কা অনুষ্ঠিত হয়েছিল।
ইসলামে সালাতুল ইস্তিস্কা কেবল বৃষ্টির প্রার্থনা নয়; বরং এটি সমাজে আত্মশুদ্ধি, ক্ষমা প্রার্থনা ও মানবিকতার পুনর্জাগরণের প্রতীক। ইসলামি দৃষ্টিকোণ থেকে মানুষকে আল্লাহর কাছে বিনম্রভাবে ফিরে যাওয়ার এবং অন্যের কষ্ট লাঘবে সহানুভূতিশীল হওয়ার শিক্ষা দেয়।
সৌদি আরবে প্রতি বছর খরার সময় বা বৃষ্টির ঘাটতি দেখা দিলে বাদশাহ কর্তৃক এ ধরনের প্রার্থনা আহ্বান করা হয়, যা ইসলামী ঐক্য ও সামাজিক বন্ধনের এক দৃষ্টান্ত হিসেবেও বিবেচিত।
