৪৪ মিলিয়ন ভিউ কি সত্যিই ভক্তদের? ‘বট’ বিতর্কে থালাপতি বিজয়
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৬:১৭, ১৪ নভেম্বর ২০২৫ | আপডেট: ১৫:৩২, ১৪ নভেম্বর ২০২৫
দক্ষিণী তারকা থালাপতি বিজয়। ছবি: স্টুডিও ফ্লিক্স
থালাপতি বিজয় অভিনীত আসন্ন তামিল সিনেমা ‘জননায়গন’–এর প্রথম গান ‘থালাপথি কচেরি’ মুক্তির পর থেকেই তুমুল আলোচনায়। ৮ নভেম্বর ইউটিউবে লিরিক ভিডিও প্রকাশের মাত্র কয়েক দিনের মধ্যেই ভিউ ছুঁয়েছে ৪৪ মিলিয়ন। এত দ্রুত ভিউ বাড়ায় দক্ষিণী তারকার জনপ্রিয়তা নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে—এই ভিউ কি সত্যিই ভক্তদের, নাকি বট–চালিত কৃত্রিম ভিউ?
এক্স–এর (পূর্ব নাম টুইটার) এক ব্যবহারকারী প্রথম প্রশ্ন তোলেন, গানটি প্রকাশের এক ঘণ্টার মধ্যেই ৩০ লাখ ভিউ—যা “স্বাভাবিক নয়” বলে দাবি করেন তিনি। ওই পোস্ট ছড়িয়ে পড়তেই শুরু হয় আলোচনার ঢেউ।
অনেকেই সরাসরি অভিযোগ করেন—‘বট’ ব্যবহার করে ভিউ বাড়ানো হয়েছে কি না তা ইউটিউবকে স্পষ্ট করতে হবে।
বিতর্ক বাড়তেই ইউটিউব তাদের সাপোর্ট পেজ থেকে বিবৃতি দেয়। তারা জানায়—“ইউটিউবের সিস্টেম ভিডিওর এনগেজমেন্ট—লাইক, ভিউ বা সাবস্ক্রিপশন—সবসময় যাচাই করে দেখে। কোনো ভিউ যদি সন্দেহজনক উৎস থেকে আসে বা কম্পিউটার প্রোগ্রাম দিয়ে তৈরি হয় বলে মনে হয়, তখন ভিউ কাউন্ট সাময়িকভাবে ধীর বা স্থির হয়ে যেতে পারে।”
ইউটিউব আরও জানায়, হঠাৎ ভিউ সংখ্যা থেমে যাওয়া বা কম-বেশি হওয়া তাদের স্বাভাবিক সুরক্ষা প্রটোকল–এর অংশ।
এক বিজয়–ভক্ত দাবি করেন, ভিডিওটি প্রথমদিকে ইউটিউবের অ্যালগরিদমে রাজনৈতিক কনটেন্ট হিসেবে ফ্ল্যাগ হয়েছিল। কারণ—বিজয় রাজনীতিতে আনুষ্ঠানিক প্রবেশের আগে তাঁর শেষ সিনেমা এটি।
ভক্তের ভাষায়— “ইউটিউব প্রথমে #থালাপতিকচেরি–কে রাজনৈতিক প্রচার ভিডিও হিসেবে ধরে নেয়। গুগল অ্যাডস নীতিমালা অনুযায়ী ভিউ স্থির হয়ে যায়। পরে ম্যানুয়াল রিভিউতে রাজনৈতিক ট্যাগ সরানো হলে প্রকৃত ভিউ আবার দেখানো শুরু হয়।”
ইউটিউব এ বিষয়ে স্পষ্ট জানিয়েছে—ভিডিওর বৈধতা নিশ্চিত করতে তারা নিয়মিত রিভিউ করে, এবং প্রয়োজন হলে ভিউ সংখ্যা রিফ্রেশ হয়।
অনিরুদ্ধ রবিচন্দর সুরারোপিত গানটিতে কণ্ঠ দিয়েছেন অনিরুদ্ধ, আরিভু ও বিজয় নিজে। লিরিক লিখেছেন আরিভু।
পরিচালক এইচ. বিনোথ–এর ‘জননায়গন’ বছরের অন্যতম প্রতীক্ষিত তামিল চলচ্চিত্র হিসেবে আলোচিত। পোঙ্গাল উৎসবে মুক্তি পেতে যাওয়া ছবিতে দেখা যাবে- থালাপতি বিজয়, পূজা হেগড়ে, মামিতা বৈজু, ববি দেওল, গৌতম বাসুদেব মেনন, প্রকাশ রাজ, প্রিয়মণি, নারায়ণ।
৪৪ মিলিয়ন ভিউয়ের দ্রুত বৃদ্ধি অবশ্যই বিজয়ের বিশাল ভক্তশক্তির ইঙ্গিত দেয়। তবে বট ব্যবহারের অভিযোগে প্রশ্ন উঠেছে দক্ষিণী সুপারস্টারের ডিজিটাল জনপ্রিয়তা নিয়ে।
ইউটিউবের ব্যাখ্যায় সন্দেহ কিছুটা কমলেও, বিতর্ক থামছে না—ভিউ কি সত্যিই ভক্তদের নাকি সোশ্যাল মিডিয়ার নতুন ‘বট’ স্ট্রাটেজি?
এ প্রশ্নের উত্তর খুঁজছে নেটদুনিয়া।
