৪৪ মিলিয়ন ভিউ কি সত্যিই ভক্তদের? ‘বট’ বিতর্কে থালাপতি বিজয়
থালাপতি বিজয়ের নতুন সিনেমা ‘জননায়গন’-এর গান ‘থালাপথি কচেরি’ ইউটিউবে ৪৪ মিলিয়ন ভিউ পেয়ে আলোচনায়। এক ঘণ্টায় ৩০ লাখ ভিউ ওঠায় শুরু হয় বট ব্যবহারের বিতর্ক। ইউটিউব জানায়—তাদের সিস্টেম সন্দেহজনক ভিউ শনাক্ত করলে কাউন্ট থেমে যেতে পারে। ভক্তদের দাবি, ভিডিওটি ভুল করে রাজনৈতিক কনটেন্ট হিসেবে ফ্ল্যাগ হয়েছিল। বিতর্ক চললেও বিজয়ের গান ঘিরে উন্মাদনা তুঙ্গে।