আফগানিস্তানেও পাল্টা আক্রমণ চালাতে পারে পাকিস্তান :খাজা আসিফ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৩:১৮, ১২ নভেম্বর ২০২৫
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ, ছবি: সংগৃহীত
ইসলামাবাদ ও দক্ষিণ ওয়াজিরিস্তানে পরপর দুটি বড় হামলার পর পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ কঠোর সতর্কতা জারি করেছেন। মঙ্গলবার (১১ নভেম্বর) রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আফগানিস্তান থেকে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর আশ্রয় ও সহযোগিতা পাওয়া অব্যাহত থাকলে ইসলামাবাদ সীমান্তের ওপারে পাল্টা আঘাত হানতে দ্বিধা করবে না।
গত দুই দিনে পাকিস্তানে দুটি ভয়াবহ হামলা ঘটে—একটি দক্ষিণ ওয়াজিরিস্তানের ক্যাডেট কলেজে, অন্যটি ইসলামাবাদের আদালতের বাইরে। দ্বিতীয় হামলায় অন্তত ১২ জন নিহত এবং ৩০ জনেরও বেশি আহত হন। নিষিদ্ধ গোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) হামলার দায় স্বীকার করেছে।
আসিফ বলেন, আফগান তালেবান সরকার দুঃখ প্রকাশ করলেও সেটি আন্তরিক নয়। তিনি বলেন, “আফগান তালেবানদের আশ্রয়প্রাপ্তরা বারবার আমাদের মাটিতে রক্ত ঝরাচ্ছে। তাই সীমান্তের ওপারেও জবাব আসবে।”
এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া পোস্টে প্রতিরক্ষামন্ত্রী লিখেছেন, “আমরা এখন যুদ্ধে আছি। যারা মনে করেন পাকিস্তান সেনাবাহিনীর যুদ্ধ কেবল সীমান্তে সীমিত, ইসলামাবাদের আত্মঘাতী বিস্ফোরণ তাদের চোখ খুলে দেওয়ার মতো ঘটনা।” তিনি আরও বলেন, “দেশের প্রতিটি প্রদেশ ও শহর এখন সন্ত্রাসবাদের বিরুদ্ধে এক যৌথ যুদ্ধে অংশ নিচ্ছে।”
আফগানিস্তান সরকারের সঙ্গে আলোচনার সম্ভাবনা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন তিনি। তার মতে, বর্তমান পরিস্থিতিতে সীমান্তে শান্তি রক্ষার একমাত্র উপায় কঠোর সামরিক প্রতিক্রিয়া।
ইসলামাবাদের আত্মঘাতী হামলাটি তিন বছরের মধ্যে রাজধানীতে প্রথম বড় বিস্ফোরণ। সর্বশেষ আত্মঘাতী হামলাটি হয়েছিল ২০২২ সালের ডিসেম্বরে। বিশ্লেষকদের মতে, ২০২১ সালে আফগান তালেবান ক্ষমতা নেওয়ার পর থেকেই পাকিস্তানে হামলার সংখ্যা ও তীব্রতা বেড়েছে। সীমান্তবর্তী বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া প্রদেশে এখন নিয়মিতভাবে নিরাপত্তা বাহিনী টিটিপির টার্গেটে পড়ছে।
সম্প্রতি সীমান্তে গোলাগুলির পর পাকিস্তান ও আফগান বাহিনীর মধ্যে সম্পর্ক আরও উত্তপ্ত হয়েছে। খাজা আসিফের নতুন হুঁশিয়ারি সেই উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলতে পারে বলে ধারণা করা হচ্ছে।
