ইসলামাবাদে হামলায় ভারতকে দায়ী করলেন পাক প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২১:১২, ১১ নভেম্বর ২০২৫
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। ছবি: সিএনএন
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে জেলা আদালতের প্রবেশপথে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১২ জন নিহত ও ২৭ জন আহত হয়েছেন। হামলাটি ঘটে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে, যখন আদালত এলাকায় জনসমাগম ছিল সর্বাধিক।
এ ঘটনায় ভারতের রাষ্ট্রীয় সংশ্লিষ্টতা রয়েছে বলে অভিযোগ তুলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। এক্স (পূর্বতন টুইটার) পোস্টে তিনি লিখেছেন, “ইসলামাবাদ আদালত এলাকায় এবং আফগান সীমান্তবর্তী কলেজে একযোগে সংঘটিত দুটি হামলা প্রমাণ করে, ভারত এ অঞ্চলে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদে মদদ দিচ্ছে।” তবে তিনি কোনো সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করেননি।
পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত ভারতের সম্পৃক্ততার কোনো প্রমাণ পাওয়া যায়নি। হামলার দায় কেউ স্বীকার করেনি, তবে তালিবান সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোর ভূমিকা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ইসলামাবাদ পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থল ঘিরে রেখে তদন্ত চালাচ্ছে।
এ হামলা এমন এক সময়ে ঘটল, যখন আফগান সীমান্ত অঞ্চলে সশস্ত্র তৎপরতা এবং তালিবান–পাকিস্তান উত্তেজনা নতুন উচ্চতায়। গত কয়েক সপ্তাহে সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়ায় টিটিপি-ঘনিষ্ঠ গোষ্ঠীগুলোর কার্যক্রম বেড়ে গেছে।
জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র জানিয়েছেন, ইসলামাবাদ হামলার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে জাতিসংঘ এবং সব পক্ষকে সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নও একে “নির্দয় ও কাপুরুষোচিত হামলা” বলে নিন্দা জানিয়েছে।
