ট্রাম্পের ইঙ্গিত, আগামী বছরই ভারতে সফর
বাণিজ্য আলোচনায় ‘চলছে দারুণ অগ্রগতি’
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৭:৩১, ৭ নভেম্বর ২০২৫ | আপডেট: ০৮:১৭, ৭ নভেম্বর ২০২৫
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী বছর ভারতে সফরে যেতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন। বৃহস্পতিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রশংসা করে বলেন, “তিনি একজন মহান মানুষ ও আমার বন্ধু।”
ট্রাম্প বলেন, “মোদিজি এখন রাশিয়া থেকে কেনাকাটা অনেকটাই কমিয়ে দিয়েছেন। তিনি আমার বন্ধু, এবং আমরা নিয়মিত কথা বলি। তিনি চান আমি ভারতে যাই। আমরা সেটি বিবেচনা করছি—আমি যাবো, কারণ মোদি একজন মহান নেতা।”
সাংবাদিকরা সরাসরি প্রশ্ন করলে ট্রাম্প জানান, “আগামী বছর সফর হতে পারে, হ্যাঁ, সম্ভব।”
প্রেক্ষাপট: দ্বিপাক্ষিক বাণিজ্য আলোচনায় অগ্রগতি
সম্প্রতি ভারত–মার্কিন সম্পর্ক কিছুটা চাপের মুখে পড়েছিল। ওয়াশিংটন ভারতের রাশিয়া থেকে তেল কেনার কারণে ৫০ শতাংশ শুল্ক আরোপ করে, যার মধ্যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্কও অন্তর্ভুক্ত ছিল। তবু দুই দেশের মধ্যে বাণিজ্য আলোচনার নতুন দফা শুরু হয়েছে।
হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট বলেছেন, “প্রেসিডেন্ট ট্রাম্প ভারত–মার্কিন সম্পর্ক নিয়ে অত্যন্ত ইতিবাচক। কয়েক সপ্তাহ আগে তিনি দিওয়ালির সময় প্রধানমন্ত্রী মোদির সঙ্গে সরাসরি কথা বলেছেন।”
ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিক্রিয়া
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি জানায়, ভারতের জ্বালানি আমদানির নীতি সম্পূর্ণভাবে ভোক্তাদের স্বার্থ ও জাতীয় নিরাপত্তা বিবেচনায় নির্ধারিত হয়। মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “আমরা দীর্ঘদিন ধরে জ্বালানি উৎসের বৈচিত্র্য বাড়ানোর চেষ্টা করছি, এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে এই সহযোগিতা ক্রমেই গভীর হচ্ছে।”
পরিপ্রেক্ষিত: ট্রাম্প–মোদি সম্পর্কের উত্থান–পতন
২০২৫ সালের আগস্টে নিউইয়র্ক টাইমস-এর এক প্রতিবেদনে বলা হয়েছিল, ট্রাম্প তৎকালীন কোয়াড সম্মেলনে অংশ নিতে ভারত সফরের পরিকল্পনা বাতিল করেছিলেন। তবে সাম্প্রতিক মন্তব্য থেকে বোঝা যাচ্ছে, দুই দেশের সম্পর্ক আবারও উষ্ণ হয়ে উঠছে।
