জাতিসংঘের ইউটিউবে বিশ্বনেতাদের ভাষণ
শীর্ষ ভিউ পাকিস্তানের প্রধানমন্ত্রীর ১৩ লাখ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২০:৩৭, ৯ অক্টোবর ২০২৫ | আপডেট: ০৪:০৪, ১০ অক্টোবর ২০২৫
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শেহবাজ শরিফের ভাষণই এখন পর্যন্ত সবচেয়ে বেশি দেখা ভিডিও হিসেবে শীর্ষে উঠেছে জাতিসংঘের ইউটিউব চ্যানেলে। ২৬ সেপ্টেম্বর আপলোডের পর থেকে ভিডিওটি এখন পর্যন্ত দেখা হয়েছে প্রায় ১৩ লাখ (১.৩ মিলিয়ন) বার—যা অন্য যেকোনো বিশ্বনেতার বক্তব্যের তুলনায় অনেক বেশি।
দ্বিতীয় স্থানে রয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যার ২৩ সেপ্টেম্বরের ভাষণটি দেখা হয়েছে প্রায় ৪ লাখ ৫৮ হাজার বার। আর তৃতীয় স্থানে রয়েছেন থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী সিহাসাক ফুয়াংকেটকিও, যার বক্তব্য দেখা হয়েছে ২ লাখ ৭৭ হাজার বারের বেশি।
জাতিসংঘে শেহবাজ শরিফের বিস্তৃত ভাষণে তিনি মূলত গাজা যুদ্ধ, কাশ্মীর ইস্যু, জলবায়ু পরিবর্তন এবং বৈশ্বিক অর্থনৈতিক সংকট নিয়ে পাকিস্তানের অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, “গাজায় যে নির্মম হত্যাযজ্ঞ চলছে, তা মানবতার বিবেকের ওপর কলঙ্ক।”
তিনি অবিলম্বে স্থায়ী যুদ্ধবিরতি ও দুই-রাষ্ট্র সমাধান বাস্তবায়নের আহ্বান জানান—১৯৬৭-পূর্ব সীমান্ত অনুযায়ী পূর্ব জেরুজালেমকে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রস্তাব দেন।
কাশ্মীর প্রসঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী আবারও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব অনুযায়ী “স্বাধীন ও স্থায়ী সমাধান” বাস্তবায়নের দাবি তোলেন।
তিনি ভারতের “অবৈধ ও একতরফা” পদক্ষেপের সমালোচনা করে বলেন, এসব কর্মকাণ্ড কাশ্মীরে অস্থিরতা বাড়াচ্ছে এবং দক্ষিণ এশিয়ায় শান্তি ব্যাহত করছে।
শেহবাজ শরিফ তার বক্তব্যে বৈশ্বিক প্রেক্ষাপটে আন্তর্জাতিক আইন লঙ্ঘন, সংঘাতের বিস্তার এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবের কথা তুলে ধরে বলেন, “আমরা এমন এক সময়ের মুখোমুখি, যেখানে মানবিক বিবেক ও বৈশ্বিক সংহতির পরীক্ষা হচ্ছে।”
