বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

| ৩০ আশ্বিন ১৪৩২

ফরাসি সাংবাদিক আন্তনি লালিকাঁ ড্রোন হামলায় নিহত

আন্তর্জাতিক ডেস্ক 

প্রকাশ: ১৩:৫২, ৫ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৩:৫৩, ৫ অক্টোবর ২০২৫

ফরাসি সাংবাদিক আন্তনি লালিকাঁ ড্রোন হামলায় নিহত

ইউক্রেনে দায়িত্ব পালনকালে রাশিয়ার এক ড্রোন হামলায় প্রাণ হারিয়েছেন ফরাসি সাংবাদিক ও ফটোসাংবাদিক আন্তনি লালিকাঁ (৩৮)। তিনি ফরাসি সংবাদচিত্র সংস্থা হান্স লুকাস এজেন্সির জন্য কাজ করছিলেন। শুক্রবার সকালে ফ্রন্টলাইন এলাকায় ড্রোন হামলায় তিনি নিহত হন বলে নিশ্চিত করেছে তার নিয়োগদাতা সংস্থা ও ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ।

আন্তর্জাতিক সাংবাদিক ফেডারেশন (আইএফহে) ও ইউরোপীয় সাংবাদিক ফেডারেশন (ইএফজে) জানিয়েছে, একই হামলায় আহত হয়েছেন ইউক্রেনীয় সাংবাদিক হেওর্হি ইভানচেঙ্কো। দুইজনই সেই সময় বুলেটপ্রুফ জ্যাকেট ও ‘PRESS’ লেখা সুরক্ষা পোশাক পরে দায়িত্ব পালন করছিলেন।

হান্স লুকাস এজেন্সির এক বিবৃতিতে বলা হয়, লালিকাঁ ২০১৮ সাল থেকে সংস্থাটির সঙ্গে যুক্ত ছিলেন। “তিনি ছিলেন একজন পুরস্কারজয়ী ফটোসাংবাদিক, যিনি সামাজিক ও মানবিক সংকট, বিশেষ করে সংঘাত ও মানবাধিকার লঙ্ঘন বিষয়ে কাজ করতেন। ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই তিনি নিয়মিত সেখানে যেতেন।”

ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করে লিখেছেন,“আন্তনি লালিকাঁ ইউক্রেনীয় প্রতিরোধের সম্মুখসারিতে সাংবাদিকতার দায়িত্ব পালন করছিলেন। রুশ ড্রোন হামলায় তার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। তার পরিবার ও সহকর্মীদের প্রতি রইল আমার আন্তরিক সমবেদনা।”
ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহাও এক পোস্টে লালিকাঁর প্রতি শ্রদ্ধা জানান এবং বলেন, “তিনি সত্যের পক্ষে লড়াই করছিলেন, সেই সত্যেরই আরেক শহীদ হয়ে গেলেন।”

ইউক্রেনীয় সাংবাদিক ইউনিয়নের সভাপতি সের্হি তোমিলেঙ্কো জানান, লালিকাঁকে হত্যা করেছে একটি রুশ FPV (First Person View) ড্রোন। তিনি বলেন,“এখন সাংবাদিকদের জন্য সবচেয়ে বড় হুমকি রুশ ড্রোনগুলো, যারা যেন মানুষ শিকার করছে।”

এ বিষয়ে মন্তব্যের জন্য সিএনএন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করলেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ইউক্রেনের যুদ্ধক্ষেত্রের কাছে থাকা সাধারণ মানুষও জানিয়েছেন, রুশ FPV ড্রোন এখন এক ভয়ঙ্কর আতঙ্কের নাম। পথচারী, গাড়ি, বাস এমনকি অ্যাম্বুলেন্সও এর হামলার শিকার হচ্ছে।
সংবাদমাধ্যম ‘কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস’-এর হিসাব অনুযায়ী, রুশ আগ্রাসন শুরু হওয়ার পর থেকে ইউক্রেনে দায়িত্ব পালনকালে অন্তত ১৭ জন সাংবাদিক নিহত হয়েছেন—এর মধ্যে বেশিরভাগই যুদ্ধের প্রথম বছরে প্রাণ হারান।
ফটোসাংবাদিক আন্তনি লালিকাঁর মৃত্যু ইউরোপীয় সাংবাদিক সমাজে নতুন শোকের ঢেউ তুলেছে। অনেক সহকর্মী তাকে স্মরণ করছেন একজন “মানবতার সাক্ষ্য বহনকারী দৃশ্যলেখক” হিসেবে, যিনি শেষ মুহূর্ত পর্যন্ত সত্যের আলোয় যুদ্ধের অন্ধকারকে ধরতে চেয়েছিলেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

সন্ধ্যায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা
সন্ধ্যায় ‘অতি জরুরি’ বৈঠকে বসছে ঐকমত্য কমিশন
আমি নিজেই পিআর বুঝি না : মির্জা ফখরুল
অক্টোবরে বাড়ছে ট্রিপ সংখ্যা রবিবার থেকে ১ ঘন্টা বেশি চলবে মেট্রোরেল
সব রাজনৈতিক দল জুলাই সনদে সই করবে : আইন উপদেষ্টা
ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরোধ এমপিওভুক্ত শিক্ষকদের
পুয়ের্তো রিকোর জালে মেসির আর্জেন্টিনার ৬ গোল
স্বাক্ষরবিহীন ব্যালট পেপার বিতর্কে তোলপাড়
চাকসু নির্বাচন অমোচনীয় কালি উঠে যাওয়ার অভিযোগ
রোম সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
মিরপুরে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
মিরপুরের আগুন গার্মেন্টসের দ্বিতীয় তলা থেকে ৯ জনের লাশ উদ্ধার
হাসিনাকে ফেরাতে রেড নোটিশ জারির পদক্ষেপ
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ ১৯ অক্টোবরের মধ্যে এনিসিপিকে প্রতীক নিতে হবে
শিশুদের জন্য বিপজ্জনক ভারতের ৩ কফ সিরাপ : ডব্লিউএইচও
আগামী রবিবার থেকে মাসব্যাপী শিশু-কিশোরদের বিনামূল্যে টাইফয়েড টিকাদান শুরু