রোববার, ১৬ নভেম্বর ২০২৫

| ২ অগ্রাহায়ণ ১৪৩২

এআই দিয়ে ডিজাইন করা প্রথম কার্যকর ভাইরাস-জিনোম

স্ট্যানফোর্ড-আর্ক গবেষণা, নিরাপত্তা ও নৈতিক প্রশ্ন

প্রযুক্তি ডেস্ক

প্রকাশ: ১৯:৫৪, ৩০ সেপ্টেম্বর ২০২৫

স্ট্যানফোর্ড-আর্ক গবেষণা, নিরাপত্তা ও নৈতিক প্রশ্ন

স্ট্যানফোর্ড ও আর্ক ইনস্টিটিউটের গবেষকরা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে বিশ্বের প্রথমবার কার্যকর ভাইরাস-জিনোম ডিজাইন করে, এবং পরীক্ষায় তা ই-কোলাই ব্যাকটেরিয়াকে সংক্রমণ করে ধ্বংস করতে সক্ষম হয়েছে। 
গবেষণায় ব্যবহৃত ভাইরাসটি হচ্ছে ব্যাকটেরিওফেজ ফাই-এক্স-১৭৪ — একটি ছোট আকারের ডিএনএ ভিত্তিক ফেজ যা ই-কোলাইকে আক্রমণ করে। ভেরিফায়েবল তথ্য অনুযায়ী এর জিনোমে প্রায় ৫ হাজার ৩৮৬ ডিএনএ অক্ষর এবং ১১টি জিন রয়েছে; ১৯৭৭ সালে এটিই প্রথম সম্পূর্ণ সিকোয়েন্স করা জিনোমগুলোর মধ্যে ছিল এবং ২০০৩ সালে এটি প্রথমবার কৃত্রিমভাবে তৈরি হয়েছিল। এবার গবেষকরা একই জেনোমের নকশা তৈরিতে এআই ব্যবহার করেছেন—এটাই এই পরীক্ষার নতুন দিক।
গবেষক দলের বর্ণনা অনুযায়ী, তারা ‘ইভো’ নামের একটি জেনোমিক ভাষা মডেল তৈরি ও প্রশিক্ষণ দিয়েছেন, যা ভাইরাস পরিবারের হাজারো জিনোম বিশ্লেষণ করে অনেকগুলি সম্ভাব্য নকশা তৈরি করেছে। পরীক্ষাগারে এই নকশাগুলো থেকে শত শত নমুনা তৈরি করে ই-কোলাইতে প্রয়োগ করা হলে দেখা যায় মোট তৈরি ৩০২টি নকশার মধ্যে ১৬টি কার্যকর হয়েছে। পরীক্ষায় পাওয়া নতুন মিউটেশনগুলোর সংখ্যা রিপোর্টে শতাধিক হিসেবে উল্লেখ করা হয়েছে (প্রতিবেদন অনুযায়ী কয়েক শত নতুন মিউটেশন নিয়মের বাইরে ধরা পড়েছে) এবং এসবের মধ্যে অনেকে আগে কখনো দেখা যায়নি। বিশেষ এক নকশায় ডিএনএ প্যাকেজিং প্রোটিনটি অন্য কোনো ভাইরাস থেকে নেয়া তুলনীয় উপাদানের সঙ্গে মিল দেখায় এবং ক্রায়ো-ইলেকট্রন মাইক্রোস্কোপে দেখা গিয়েছে ওই প্রোটিন ভাইরাসের খোলসে সঠিকভাবে বসেছে—যা পূর্বের প্রচেষ্টায় সহজে সম্ভব হতো না।
তারা আরও উল্লেখ করেছেন, যখন ব্যাকটেরিয়া স্বাভাবিকভাবে প্রতিরোধ গড়ে তুলেছিল, তখনও এই এআই-তৈরি ভাইরাস কয়েক দিনের মধ্যেই সেই প্রতিরোধ ভেঙে ফেলেছে—এক কথায় নমুনা-নকশা-পুনরাবৃত্তি ও দ্রুত অপ্টিমাইজেশনের সুবিধা গবেষণায় স্পষ্ট হয়েছে।

কী সচেতনতা প্রয়োজন?
এই ফলাফল বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে সম্ভাবনার নতুন দরজা খুলে দিলেও তৎক্ষণাত্‌ই বায়োসুরক্ষা ও নৈতিকতার তীব্র প্রশ্ন তুলেছে। নিম্নলিখিত বিষয়গুলো প্রসঙ্গে গুরুত্ব দেওয়া উচিত:
প্রতিরোধ ও নিয়ন্ত্রণ: এ ধরনের ক্ষমতা থাকলে কন্ট্রোল-কৌশল, অ্যাক্সেস-নিয়ন্ত্রণ ও আন্তর্জাতিক নিয়মাবলী জরুরি; গবেষণা স্বচ্ছ ও কন্টেইনমেন্ট-প্রটোকল অনুসারে হওয়া উচিত।

নিরাপত্তা-মূলক মূল্যায়ন: সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিবরণ অনুযায়ী গবেষণার সম্ভাব্য ঝুঁকি-নিয়ন্ত্রণ এবং তত্ত্বাবধান কীভাবে হয়েছে তা প্রকাশ্য করা দরকার।
নৈতিক ও আইনগত কাঠামো: কৃত্রিমভাবে ডিজাইন করা জীববিদ্যাগত উপাদান নিয়ে আন্তর্জাতিক ও জাতীয় আইন, নীতি ও নৈতিক দিকগুলো আপডেট ও রেগুলেট করার তাগিদ আছে।
পাবলিক জ্ঞাততা: সাধারণ পাঠক ও নীতিনির্ধারকদের কাছে এ ধরনের উন্নয়ন ও তার অর্থ সম্পর্কে স্পষ্ট, বোধগম্য ব্যাখ্যা জরুরি যাতে বিভ্রান্তি ও অযথা আতঙ্ক না তৈরী হয়।

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

জর্জিয়াকে বড় ব্যবধানে বিধ্বস্ত করে বিশ্বকাপের দ্বারপ্রান্তে স্পেন
সীতাকুণ্ডে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৬
জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হলেন সেই খাদিজা
পঞ্চগড়-১ আসনে এনসিপির মনোনয়ন নিলেন সারজিস আলম
শিক্ষক আন্দোলনে সাউন্ড গ্রেনেডে আহত সহকারী শিক্ষিকা ফাতেমা আক্তারের মৃত্যু
বাহরাইনে জাতিসংঘ সমন্বয়কের সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক
ছয় জেলায় নতুন এসপি
শাহজালাল বিমানবন্দরে পুশকার্টের ধাক্কায় ক্ষতিগ্রস্ত এয়ার ইন্ডিয়ার প্লেন
হাসিনার রায়ের দিন ট্রাইব্যুনালে সেনা মোতায়েন চেয়ে চিঠি
প্রাথমিকভাবে আনুমানিক ৮০০ সেনা যাবে কাতার
ককটেল নিক্ষেপ–আগুন দিলে গুলির নির্দেশ: ডিএমপি কমিশনার
সংসদে ৩৩ শতাংশ নারী আসন ও সরাসরি নির্বাচনের দাবি নারীপক্ষের
ভুয়া ভিডিও নিয়ে জরুরি সতর্কবার্তা দিল অর্থ মন্ত্রণালয়
বালুময় মরুর বুকে সৌদি ফ্যাশনের নবজাগরণ
পার্বতীপুরে ফের সরকারি আশ্রয়ন প্রকল্পে ১০ ঘরে অগ্নিকান্ড
ভিসা বিষয়ে ব্রিটিশ হাইক‌মিশনের জরুরি সতর্কবার্তা
খুলনা-৬ আসনে ‘বেহেশতের টিকিট’ বিতর্কে উত্তপ্ত নির্বাচনী মাঠ
বেক্সিমকো টেক্সটাইল খুলছে, রিভাইভালের লিজে কাজে ফিরবেন ২৫ হাজার শ্রমিক
জামিন পেলেন অভিনেত্রী মেহজাবীন
হাসিনার রায়ের দিন মাঠে থাকার ঘোষণা জামায়াতসহ ৮ দলের