গুগলের নতুন এআই লক
চোরের হাত থেকে ফোন বাঁচাতে আসছে থেফট ডিটেকশন ফিচার
প্রযুক্তি ডেস্ক
প্রকাশ: ১৬:১৪, ২৯ সেপ্টেম্বর ২০২৫

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য গুগল এবার নিয়ে এসেছে অত্যাধুনিক নিরাপত্তা সুবিধা। নতুন এআই-ভিত্তিক অ্যান্টি-থেফট ফিচারগুলো এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে ফোন চুরি হলে ডেটা সুরক্ষিত থাকে এবং অননুমোদিত প্রবেশ ঠেকানো যায়।
থেফট ডিটেকশন লক হচ্ছে সবচেয়ে আলোচিত ফিচার। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ফোন ছিনিয়ে নেওয়ার মতো অস্বাভাবিক নড়াচড়া শনাক্ত করতে পারলেই সঙ্গে সঙ্গে স্ক্রিন লক করে দেবে। ফলে চোর হাতে পেলেও তাৎক্ষণিকভাবে ফোন আনলক করা সম্ভব হবে না।
কীভাবে চালু করবেন:
সেটিংস > গুগল > সিলেক্ট অল সার্ভিসেস > নিচে গিয়ে "থেফট প্রটেকশন লক" অন করে দিন।
আরেকটি গুরুত্বপূর্ণ ফিচার হলো রিমোট লক। ফোন হারিয়ে গেলে ব্যবহারকারী শুধুমাত্র নিজের ফোন নম্বর ও দ্রুত ভেরিফিকেশন ধাপের মাধ্যমে দূর থেকেই ফোন লক করতে পারবেন।
কীভাবে চালু করবেন:
সেটিংস > গুগল অল সার্ভিসেস > "থেফট প্রটেকশন" অপশনটি অন করে দিন।
এছাড়া এসেছে অফলাইন ডিভাইস লক। দীর্ঘ সময় ফোন ইন্টারনেট সংযোগ ছাড়া থাকলে এটি স্বয়ংক্রিয়ভাবে লক হয়ে যাবে।
এই নতুন ফিচারগুলো ব্যবহারকারীদের নিরাপত্তা ও গোপনীয়তা আরও শক্তিশালী করবে বলে মনে করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।