গুগল ফটোজে এআই বিপ্লব : ভয়েস ও টেক্সটে ছবি এডিট এখন আরও সহজ
প্রযুক্তি ডেস্ক
প্রকাশ: ১৪:১৮, ২৮ সেপ্টেম্বর ২০২৫

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য নতুন এক যুগান্তকারী সুবিধা চালু করেছে গুগল। এখন থেকে গুগল ফটোজে কেবল ভয়েস বা টেক্সটের নির্দেশেই ছবি এডিট করা যাবে। উন্নত এআই-চালিত এই ফিচার ব্যবহারকারীদের সহজেই ছবি সম্পাদনার অভিজ্ঞতা দেবে।
গুগলের জেমিনি এআই দ্বারা পরিচালিত এই সুবিধাটি প্রথমে যুক্তরাষ্ট্রের পিক্সেল ১০ ডিভাইসে চালু হয় গত আগস্টে। নতুন ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা ছবির আলো-অন্ধকার সামঞ্জস্য করতে, অপ্রয়োজনীয় অংশ সরাতে কিংবা পুরনো ছবি পুনরুদ্ধার করতে পারবেন। শুধু তাই নয়, ইচ্ছা করলে ছবিতে কল্পনাধর্মী এআই উপাদানও যোগ করা সম্ভব।
গুগল জানিয়েছে, এই প্রযুক্তি মূলত সহজলভ্য ও স্বয়ংক্রিয় ফটো এডিটিং অভিজ্ঞতা দিতেই তৈরি করা হয়েছে। অর্থাৎ কোনো জটিল টুল ব্যবহার না করেও সাধারণ ব্যবহারকারী খুব সহজেই ছবি সম্পাদনা করতে পারবেন। ধীরে ধীরে এটি অন্যান্য অ্যান্ড্রয়েড ডিভাইসেও উন্মুক্ত করা হবে।
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, গুগলের এই উদ্যোগ ব্যবহারকারীর ডিজিটাল অভিজ্ঞতাকে আরও গতিশীল করে তুলবে। ছবি এডিটিং এখন আর কেবল দক্ষ পেশাদারদের সীমাবদ্ধ থাকছে না, বরং যে কেউ ভয়েস কমান্ড দিয়ে নিজের মতো করে ছবি তৈরি ও সাজাতে পারবে।