জুবিন গার্গের শেষ সিনেমার পাইরেসি, গ্রেপ্তার ইউটিউবার রফিকুল
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৪:৩৮, ১৪ নভেম্বর ২০২৫ | আপডেট: ১৫:০১, ১৪ নভেম্বর ২০২৫
ডানে জুবিন গার্গের শেষ সিনেমার পাইরেসি, বামে গ্রেপ্তার ইউটিউবার রফিকুল। ছবি: নিউজ ম্যানিয়া
ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী ও আসামের কিংবদন্তি জুবিন গার্গের শেষ সিনেমা ‘রই রই বিনালে’ মুক্তির পর থেকেই রাজ্যে সৃষ্টি হয়েছে নজিরবিহীন সাড়া। ৩১ অক্টোবর প্রেক্ষাগৃহে আসার পর থেকে পুরো অসমজুড়ে চলছে হাউসফুল শো। অনেক বন্ধ সিনেমা হলও জুবিন ভক্তদের টানে আবারও চালু হয়েছে—যাকে ভক্তরা বলছেন “জুবিন ম্যাজিক”।
তবে এই আনন্দঘন সাফল্যের মধ্যেই ঘটে অঘটন। সিনেমাটির পাইরেটেড দৃশ্য ইউটিউবে ছড়িয়ে পড়ায় গ্রেপ্তার হয়েছেন এক ইউটিউবার।
বৃহস্পতিবার আসাম পুলিশের সাইবার ক্রাইম শাখা লখিমপুর জেলার গোয়ালপাড়া অঞ্চল থেকে ইউটিউবার রফিকুল ইসলাম–কে গ্রেপ্তার করে।
তিনি নিজের ইউটিউব চ্যানেল ‘রফিকুল আর ব্লগ’–এ ‘রই রই বিনালে’র একাধিক দৃশ্য আপলোড করেছিলেন। বিষয়টি প্রকাশ্যে আসতেই জুবিন গার্গের অনুরাগীরা তীব্র ক্ষোভ প্রকাশ করে এবং পানবাজার থানায় অভিযোগ জানায়। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ রফিকুলকে আটক করে।
প্রয়াত শিল্পীর প্রতি শ্রদ্ধা জানিয়ে আসাম সরকার ঘোষণা করেছে—সিনেমাটি থেকে রাজ্যে যে জিএসটি রাজস্ব আসবে, তা সম্পূর্ণ দেওয়া হবে ‘কলাগুরু আর্টিস্ট ফাউন্ডেশন’-এ।
এ ফাউন্ডেশনটি জুবিন গার্গের উদ্যোগে প্রতিষ্ঠিত, যা সমাজের অবহেলিত শিল্পীদের সহায়তায় কাজ করে।
বর্তমানে অসমের প্রায় ৫০০টি প্রেক্ষাগৃহে চলছে ‘রই রই বিনালে’। দর্শকের প্রচণ্ড চাহিদার কারণে অনেক বড় বাজেটের সিনেমার শো কমিয়ে বাড়ানো হচ্ছে এই সিনেমার প্রদর্শনী সংখ্যা। ভক্তদের ভাষায়—“অসমে এখন শুধু জুবিন ম্যাজিকই চলছে, চলবেও।”
