প্রভাসের ‘স্পিরিট’ নিয়ে জল্পনার ঝড়: চিরঞ্জীবী নেই ছবিতে
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৬:২৪, ১৪ নভেম্বর ২০২৫
দক্ষিণী সিনেমার সবচেয়ে আলোচিত প্রজেক্টগুলোর একটি—সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত ‘স্পিরিট’। প্রভাসকে কেন্দ্র করে তৈরি এই হাই-অকটেন পুলিশ অ্যাকশন ড্রামা ছবি মুক্তির আগেই ঝড় তুলেছে নেটদুনিয়ায়। টিজার নয়, কেবল অডিও ‘সাউন্ড স্টোরি’ টিজারেই দর্শকদের কৌতূহল চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। শব্দের মধ্যেই ফুটে উঠেছে ভয়, উত্তেজনা আর অজানা রহস্য—যা নতুন করে আলোচনায় এনেছে প্রভাসকে।
গত কয়েকদিন ধরে দক্ষিণী মহলে গুঞ্জন চলছিল—এই ছবিতে প্রভাসের বাবার চরিত্রে অভিনয় করছেন মেগাস্টার চিরঞ্জীবী। কেউ বলছিলেন তিনি ছবির অন্য কোনো গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন। গুজব বাড়তেই অবশেষে মুখ খুললেন পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা।
তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন,“চিরঞ্জীবী ‘স্পিরিট’-এ নেই। তিনি প্রভাসের বাবা নন, অন্য কোনো চরিত্রেও নেই।”
এর মাধ্যমে সব জল্পনাই থামিয়ে দিয়েছেন তিনি।
ছবির ভিলেন নিয়ে এখনও রহস্য কাটছে না। দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেতা মা ডং-সিওক (ডন লি)-এর নাম শোনা গেলেও ভাঙ্গা তা নিয়ে কিছুই বলতে চাননি। ফলে দর্শকদের কৌতূহল আরও বেড়ে গেছে।
প্রকাশিত অডিও টিজারে দেখা যায়, জেল সুপারিন্টেন্ডেন্ট (প্রকাশ রাজ) একজন প্রাক্তন পুলিশ অফিসারকে নিয়ে বলছেন—
“শৃঙ্খলা বজায় রাখো… ওর কাপড় খোলো।”
এ সংলাপেই নেটদুনিয়া জ্বলে উঠেছে। অনেকে প্রশ্ন তুলছেন—প্রভাস কি তবে নগ্ন দৃশ্যে অভিনয় করছেন? দক্ষিণী ইন্ডাস্ট্রিতে ফিসফাসও শুরু হয়েছে, ছবিতে নাকি থাকতে পারে সাহসী কিছু দৃশ্য। তবে এ বিষয়ে মুখ খোলেননি কেউই।
‘স্পিরিট’ একেবারে অ্যাকশন-ড্রাইভেন পুলিশ ড্রামা। যেখানে—প্রভাস অভিনয় করছেন এক সাহসী আইপিএস অফিসারের চরিত্রে,যিনি পরে নিজেই জেলে বন্দি হয়ে যান আর যার চারপাশে জমে ওঠে ক্ষমতা, প্রতিশোধ আর অন্ধকার রহস্যের গল্প।
ছবিতে আরও অভিনয় করছেন—তৃপ্তি দিমরি, বিবেক ওবেরয় ও প্রকাশ রাজ।
প্রভাসের জন্মদিনে প্রকাশিত সাউন্ড-স্টোরি টিজার পাঁচটি ভাষায় মুক্তি পেয়ে ইতিমধ্যেই দর্শকদের দারুণ সাড়া ফেলেছে।
চিরঞ্জীবীকে দেখা যাবে অনিল রাভিপুরী পরিচালিত ‘মানা শংকর বরপ্রসাদ গারু’ ছবিতে, যা মুক্তি পাবে আগামী বছর।
প্রভাসের ‘স্পিরিট’ নিয়ে উত্তেজনা দিন দিন বাড়ছেই। পরিচালক ভাঙ্গার ঘোষণা একদিকে গুজব থামালেও অন্যদিকে ছবির রহস্য আরও গভীর করেছে। টিজারের একটি সংলাপ নিয়েই যখন নেটদুনিয়া উত্তাল, তখন পুরো ছবি মুক্তি পেলে এই কৌতূহল কেমন বিস্ফোরণে পৌঁছায়, সেটাই এখন বড় প্রশ্ন।
