হাসপাতালে ভর্তি অভিনেতা গোবিন্দ
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৩:১৬, ১২ নভেম্বর ২০২৫
গোবিন্দ
বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দ হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় মঙ্গলবার গভীর রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিবারের সদস্যদের বরাতে জানা গেছে, ঘরে হঠাৎ মাথা ঘোরা ও বিভ্রান্তি অনুভব করার পর অভিনেতা আচমকাই অজ্ঞান হয়ে পড়েন। দ্রুত তাকে মুম্বাইয়ের জুহুর ক্রিটিকেয়ার হাসপাতালে নেওয়া হয়।
অভিনেতার ঘনিষ্ঠ বন্ধু ও আইনজীবী ললিত বিন্দল ভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “গোবিন্দা কিছুদিন ধরেই অসুস্থ বোধ করছিলেন। গতরাতে হঠাৎ অজ্ঞান হয়ে গেলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সব পরীক্ষার কাজ শেষ হয়েছে, এখন রিপোর্ট ও নিউরো বিশেষজ্ঞের পরামর্শের অপেক্ষায় আছি। বর্তমানে তিনি স্থিতিশীল অবস্থায় আছেন।”
চিকিৎসকরা জানিয়েছেন, প্রাথমিক পরীক্ষায় কোনো বড় ধরনের জটিলতা ধরা পড়েনি। তবে তাকে আপাতত পর্যবেক্ষণে রাখা হয়েছে। নিউরোলজিক্যাল টেস্টের ফলাফলের ভিত্তিতে পরবর্তী চিকিৎসা পরিকল্পনা নির্ধারণ করা হবে। চিকিৎসকরা জানিয়েছেন, মাথা ঘোরা ও অজ্ঞান হওয়ার কারণ হিসেবে নিউরোলজিক্যাল সমস্যা থাকতে পারে, তাই বিশেষজ্ঞ পরামর্শ নেওয়া হয়েছে।
উল্লেখযোগ্য বিষয় হলো, গত বছর গোবিন্দার পায়ে গুলি লেগে গুরুতর আহত হওয়ার ঘটনাও ঘটে। নিজের লাইসেন্সকৃত রিভলভার রাখার সময় ভুলবশত সেটি থেকে গুলি ছুটে যায়। হাঁটুর নিচে গুলিবিদ্ধ হয়ে তাঁকে তখনও একই হাসপাতালে ভর্তি করা হয় এবং অস্ত্রোপচার করে গুলি বের করা হয়। পরে তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে কাজে ফিরেছিলেন।
সম্প্রতি গোবিন্দা তার স্ত্রী সুনীতা আহুজা-কে নিয়ে ব্যক্তিগত জীবনের টানাপোড়েনের কারণে শিরোনামে ছিলেন। তবে তারা প্রকাশ্যে জানিয়েছেন, এখনো একসঙ্গেই আছেন। এর মধ্যেই তিনি কয়েক দিন আগে অসুস্থ অভিনেতা ধর্মেন্দ্রকে হাসপাতালে গিয়ে দেখে আসেন। ভাগ্যের পরিহাস—নিজেকেই এখন হাসপাতালে কাটাতে হচ্ছে।
গোবিন্দের পরিবার জানিয়েছে, তিনি চিকিৎসকদের কঠোর পর্যবেক্ষণে আছেন এবং অবস্থা ধীরে ধীরে উন্নতি হচ্ছে। ভক্ত ও সহকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে তার দ্রুত আরোগ্যের জন্য শুভকামনা জানিয়েছেন।
