রোববার, ১৬ নভেম্বর ২০২৫

| ১ অগ্রাহায়ণ ১৪৩২

হাসপাতালে ভর্তি অভিনেতা গোবিন্দ

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৩:১৬, ১২ নভেম্বর ২০২৫

হাসপাতালে ভর্তি অভিনেতা গোবিন্দ

গোবিন্দ

বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দ হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় মঙ্গলবার গভীর রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিবারের সদস্যদের বরাতে জানা গেছে, ঘরে হঠাৎ মাথা ঘোরা ও বিভ্রান্তি অনুভব করার পর অভিনেতা আচমকাই অজ্ঞান হয়ে পড়েন। দ্রুত তাকে মুম্বাইয়ের জুহুর ক্রিটিকেয়ার হাসপাতালে নেওয়া হয়।
অভিনেতার ঘনিষ্ঠ বন্ধু ও আইনজীবী ললিত বিন্দল ভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “গোবিন্দা কিছুদিন ধরেই অসুস্থ বোধ করছিলেন। গতরাতে হঠাৎ অজ্ঞান হয়ে গেলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সব পরীক্ষার কাজ শেষ হয়েছে, এখন রিপোর্ট ও নিউরো বিশেষজ্ঞের পরামর্শের অপেক্ষায় আছি। বর্তমানে তিনি স্থিতিশীল অবস্থায় আছেন।”
চিকিৎসকরা জানিয়েছেন, প্রাথমিক পরীক্ষায় কোনো বড় ধরনের জটিলতা ধরা পড়েনি। তবে তাকে আপাতত পর্যবেক্ষণে রাখা হয়েছে। নিউরোলজিক্যাল টেস্টের ফলাফলের ভিত্তিতে পরবর্তী চিকিৎসা পরিকল্পনা নির্ধারণ করা হবে। চিকিৎসকরা জানিয়েছেন, মাথা ঘোরা ও অজ্ঞান হওয়ার কারণ হিসেবে নিউরোলজিক্যাল সমস্যা থাকতে পারে, তাই বিশেষজ্ঞ পরামর্শ নেওয়া হয়েছে।
উল্লেখযোগ্য বিষয় হলো, গত বছর গোবিন্দার পায়ে গুলি লেগে গুরুতর আহত হওয়ার ঘটনাও ঘটে। নিজের লাইসেন্সকৃত রিভলভার রাখার সময় ভুলবশত সেটি থেকে গুলি ছুটে যায়। হাঁটুর নিচে গুলিবিদ্ধ হয়ে তাঁকে তখনও একই হাসপাতালে ভর্তি করা হয় এবং অস্ত্রোপচার করে গুলি বের করা হয়। পরে তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে কাজে ফিরেছিলেন।
সম্প্রতি গোবিন্দা তার স্ত্রী সুনীতা আহুজা-কে নিয়ে ব্যক্তিগত জীবনের টানাপোড়েনের কারণে শিরোনামে ছিলেন। তবে তারা প্রকাশ্যে জানিয়েছেন, এখনো একসঙ্গেই আছেন। এর মধ্যেই তিনি কয়েক দিন আগে অসুস্থ অভিনেতা ধর্মেন্দ্রকে হাসপাতালে গিয়ে দেখে আসেন। ভাগ্যের পরিহাস—নিজেকেই এখন হাসপাতালে কাটাতে হচ্ছে।
গোবিন্দের পরিবার জানিয়েছে, তিনি চিকিৎসকদের কঠোর পর্যবেক্ষণে আছেন এবং অবস্থা ধীরে ধীরে উন্নতি হচ্ছে। ভক্ত ও সহকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে তার দ্রুত আরোগ্যের জন্য শুভকামনা জানিয়েছেন।

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

চাঁপাইনবাবগঞ্জে জুলাই সনদ বাস্তবায়নসহ ৫ দফা দাবিতে জামায়াতের মিছিল
আসিফ আকবরের ‘ফুটবল বিদ্বেষী’ বক্তব্যের প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন
বিশ্বমঞ্চের লাইমলাইট চুরি করেছেন ঐশ্বরিয়া রাই একাই…
তারেক রহমান ক্ষমতায় এলে রোহিঙ্গা প্রত্যাবাসন নিশ্চিত হবে
সীতাকুণ্ডে ঝোপের ভেতর পরিত্যক্ত অবস্থায় ৩ পাইপগানসহ দেশীয় অস্ত্র উদ্ধার করল র‌্যাব-৭
আমরা ইউনূসের সনদ রিজেক্ট করেছি। আমরা জনতার সনদ তৈরি করব : সেলিম
রাজধানীতে নাশকতার প্রস্তুতি, নিষিদ্ধ আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
সরকার দরদ দেখিয়েছে, দায় দেখায়নি’ — নাসীরুদ্দীন পাটওয়ারী
বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল, বিনিয়োগকারীদের মনে অনিশ্চয়তা
ত্রয়োদশ জাতীয় নির্বাচন: ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনের সময় ৪ সপ্তাহ
জেনেভা ক্যাম্পে গোপন কারখানা থেকে ৩৫ ককটেল উদ্ধার
কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে কয়েদির মৃত্যু
বাংলাদেশকে হারিয়ে বিশ্বকাপ বাছাই নিশ্চিত করল পাকিস্তান
শয্যাশায়ী ধর্মেন্দ্রর ভিডিও ফাঁস তীব্র ক্ষোভে অমিতাভ–জয়া বচ্চন
হাসিনার রায় ঘোষণায় বিশৃঙ্খলা হলে দায়িত্ব আইনশৃঙ্খলা বাহিনীর—আমির খসরু
রঙ্গনার ফুটেজ ফাঁস: ক্ষুব্ধ শাবনূর
‘তিন উপদেষ্টা সঠিক নির্বাচন বাধাগ্রস্ত করছেন’—অপসারণের দাবিতে ডা. তাহের
ক্যালিফোর্নিয়ার নতুন ভোটিং মানচিত্রে ‘ডেমোক্র্যাট সুবিধা’ মামলা করল ইউএস জাস্টিস ডিপার্টমেন্ট
একাধিক শিক্ষার্থীকে যৌন হেনস্তার অভিযোগে ঢাবি শিক্ষক এরশাদ হালিম আদালতে চালান
সুদান সংকট নিয়ে জাতিসংঘের উদ্বেগ বাড়ছে, আল-ফাশির ঘটনায় তদন্তের দাবি তীব্র