বাড়ি বিক্রি করলেন অমিতাভ বচ্চন
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১০:৪৭, ৭ নভেম্বর ২০২৫ | আপডেট: ১৯:১৫, ৭ নভেম্বর ২০২৫
বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন। ছবি: জিকিউ ইন্ডিয়া
বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন নাকি ধীরে ধীরে কমাচ্ছেন নিজের সম্পত্তির ভার! মুম্বাইয়ের দুটি বিলাসবহুল ফ্ল্যাট একসঙ্গে বিক্রি করে আলোচনায় এলেন এই কিংবদন্তি অভিনেতা।
সূত্রে জানা গেছে, ২০১২ সালে ফ্ল্যাট দুটি প্রায় ৯ কোটি টাকায় কিনেছিলেন বিগ বি। দীর্ঘ ১৩ বছর পর, ২০২৫ সালের অক্টোবর ও নভেম্বর মাসে ফ্ল্যাট দু’টি মোট প্রায় ১২ কোটি টাকায় বিক্রি করেছেন তিনি। অর্থাৎ, বিনিয়োগের ওপর ভালোই লাভ করেছেন বলিউডের এই প্রবীণ তারকা।
তবে এখানেই শেষ নয়—এর আগেও চলতি বছরের জানুয়ারিতে মুম্বাইয়ের আন্ধেরি এলাকায় তার আরেকটি ডুপ্লেক্স ফ্ল্যাট বিক্রি করেন অমিতাভ বচ্চন।
অভিনয় জীবনের পাশাপাশি সম্পত্তি বিনিয়োগ ও রিয়েল এস্টেট নিয়ে বচ্চন পরিবারের আগ্রহ বরাবরই আলোচনার বিষয়। মুম্বইয়ের জুহুতে অমিতাভের বিখ্যাত বাংলো ‘জলসা’ ও ‘প্রতীক্ষা’ এখনো পরিবারের প্রধান ঠিকানা হিসেবে ব্যবহৃত হয়।
অমিতাভ বর্তমানে একাধিক সিনেমা ও বিজ্ঞাপনচিত্রে ব্যস্ত থাকলেও, সম্পত্তি বিক্রির এই ধারাবাহিকতা বলিউড মহলে নানা জল্পনার জন্ম দিয়েছে—তিনি কি ধীরে ধীরে রিয়েল এস্টেট বিনিয়োগ থেকে সরে আসছেন, নাকি নতুন কোনো বড় প্রকল্পের প্রস্তুতি নিচ্ছেন?
